** গুগলের ইতিহাস ** “গুগল” - TopicsExpress



          

** গুগলের ইতিহাস ** “গুগল” এর শুরুটা হয়েছিল একটি গ্যারেজে। এটি ছিলো সান্তা মার্গারিটা এভিনিউ- মেনলো পার্ক ক্যালিফোর্নিয়ার সুসান ওজচিক্কি গ্যারেজ। এক সময় ল্যারি পেইজ ও সের্গেই বিন গুগলকে ইয়াহুর কাছে বিক্রি করতে চেয়েছিলো। একবার গুগলও ইয়াহুকে কিনতে চেয়েছিলো। গুগল এর মজার কিছু বিষয়: গুগল যে সবসময় কাজেই ব্যবহৃত হবে এমন তো কোনো কথা নেই। মাঝে মাঝে তো একটু বিনোদনও দিতে পারে। দেখুন নিচের লিংকগুলো দেখুন: google.hk/intl/zh-CN/landing/shuixia এই লিংকে গেলে আপনি পানির নিচে হাবুডুবু খেতে থাকবেন। এমনকি আপনি যাই সার্চ করবেন সেগুলোও উপর থেকে নিচের দিকে এসে পানিতে ডুবে যাবে। আর যদি নাগড়দোলায় চড়তে চান তাহলে Google এ গিয়ে লিখুন Do a barrel roll, তারপর এন্টার। দেখুন আপনাকে তিন চক্কর নাগরদোলার দোল খাইয়ে নিয়ে আসবে। তাতেও যদি মন না ভরে তাহলে Google এ গিয়ে টাইপ করুন Google Sphere এবং এন্টার দিন। দেখবেন আপনার সবকিছুই ঘুরতেছে। আরা যারা গুগলের ভাঙচুর দেখতে চান তারা Google এ গিয়ে লিখুন Google gravity, তারপর এন্টার দেওয়ার পর প্রথম যে লিংকটি আসবে সেটিতে ক্লিক করুন। বাকিটুকু গুগল-ই আপনাকে করে দেখাবে। আর যদি গুগলকে উল্টাপাল্টা দেখতে চান তাহলে চলে যান এই লিংকে elgoog.im/ ** ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুণ **
Posted on: Tue, 03 Dec 2013 06:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015