গুরুত্বপূর্ণ কিছু - TopicsExpress



          

গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার , আবিষ্কারক: ------------------------------ ------------------------------ ------------------------------- @ কম্পিউটার —চার্লস ব্যাবেজ,যুক্তরাস্ট্র।(১৮৩৬) @ যান্ত্রিক ক্যালকু্লেটর — চার্লস ব্যাবেজ১৮২২ @ অণুবীক্ষণ যন্ত্র — লিউয়েন হুক,যুক্তরাস্ট্র। (১৪৪৩) @ উড়োজাহাজ —রাইট ব্রাদারস,যুক্তরাস্ট্র।(১৯০৩) @ চলচ্চিত্র — আলভা এডিশন,যুক্তরাজ্য। (১৯১৯) @ টেলিভিশন —জন এল বেয়ার্ড,যুক্তরাজ্য।(১৯২৬) @ টেলিফোন — আলেকজেন্ডার গ্রাহামবেল,যুক্তরাস্ট্র। (১৮৭৭) @ বেতার যন্ত্র — মার্কনী ইতালি।(১৮৯৪) @ বৈদ্যুতিক বাতি— আলভা এডিশন,যুক্তরাজ্য। (১৮৭৮) @ অক্সিজেন —জোসেফ প্রিস্টলি,যুক্তরাজ্য(১৭৭৪) @ কোয়ান্টাম তত্ত্ব — ম্যাক্স প্লান্ক,জার্মানী। (১৯০০) @ জ্যামিতি — ইউক্লিড,গ্রিস।(খ্ পূ: ৩০০ অব্দ) @ মধ্যাকর্ষণ সূত্র — নিউটন,যুক্তরাজ্য।(১৬৮৭) @ চশমা —বেঞ্জামিন ফ্রাঙ্কলিন(১৭৮০) @ লেজার —টি এইচ মাইমাহ,যুক্তরাস্ট্র(১৯৬০) @ আপেক্ষিক তত্ত্ব — আইনস্টাইন,জার্মানী।(১৯০৫) @ মোটর সাইকেল আবিষ্কার করেন কে? --এডওয়ার্ড বাটলার নামের এক ইংরেজ ১৮৮৪ সালে প্রথম মোটর সাইকেল তৈরী করেন @ Inductor মোটর কে আবিষ্কার করেন? -- নিকোলা টেঁসলা @ বাই সাইকেল কে আবিষ্কার করেন? --ইংল্যান্ডের স্টারলি। @ পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? -- নিকোলাস অটো। @ ফনোগ্রাম কে আবিষ্কার করেন? --টমাস আলভা এডিসন @ গ্রামোফোন কে সর্বপ্রথম আবিষ্কার করেন? --এমিল বার্লিনার @ রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেন? -- স্টিফেনসন। @ বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করে? --জেমস ওয়াট @ পুষ্পায়নে ফাইটোক্রোম- এর কার্যকারিতা সর্বপ্রথম আবিষ্কার করেন কে ? -- Borthwick and Hendricks @ বাংলাদেশের কোথায় মোটর সাইকেল সংযোজন কারখানা করা হয়? --এটলাস বাংলাদেশ লিঃ, টংগী। @ পূর্ণ বিকিরণ পাইরোমিটার কে আবিষ্কার করেন? -- বিজ্ঞানী ফেরী @ সর্বপ্রথম বেতারযন্ত্র আবিষ্কার করেন কে? -- ঊনবিংশ শতাব্দির শেষপ্রান্তে অনেক দেশের বিজ্ঞানী প্রায় একই সময়ে বেতার আবিষ্কার করলেও গুগলিয়েলমো মার্কনি কেই বেতারের আবিষ্কারক হিসাবে ধরা হয়। @ ঘাস কাটার যন্ত্র কে আবিষ্কার করেন? --লন মোয়ার । @ ঘাস কাটার যন্ত্রের নাম কি? --Brri Field Mower @ ‘DNA পর্যায়ক্রম’ প্রক্রিয়া আবিষ্কার করেন কে? --ওয়াটসন এবং ক্রিক । @ পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম কি ? -- ড্রেডলার। @ তাঁত যন্ত্র কে আবিষ্কার করেন? --ভানকে ১৭৩৩ সালে (ব্রিটেন) @ বরফ তৈরির যন্ত্র কে আবিষ্কার করেন? -- জ্যাকোব পারমকিন্স ১৮৩০ সালে (যুক্তরাষ্ট্র) @ চলচিত্র যন্ত্র কে আবিষ্কার করেন? --টমাস আলভা এডিসন ১৮৯৩ সালে (যুক্তরাষ্ট্র) @ সর্বপ্রথম ঘড়ি কে আবিষ্কার করে ? -- বিভিন্ন সময় ঘড়ি তৈরীতে বিভিন্ন জন তাদের প্রচেষ্টাকে কাজে লাগিেয় আধুনিক ঘড়ির ধারনা দিেয় গেছেন। তাদের মধ্যে সু-সাং অন্যতম। তবে তাদের অনুপ্রেরণা কে কাজে লাগিেয় সর্বপ্রথম আধুনিক ঘড়ি তৈরী করেন পিটার হেনলিয়েন । @ রঙ তৈরির পদ্ধতি কে আবিষ্কার করেন? - উইলিয়াম হেনরি পারকিন @ ল্যাপটপ কে আবিষ্কার করে ? --Adam Osborne ১৯৮১ সালে ল্যাপটপ আবিষ্কার করেন। @ নতুন পারমাণবিক ঘড়ি আবিষ্কার করেন কে? -- যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ড. জুন ইয়ে ও তার দল। @ মেমোরি আবিষ্কার করেন কে ? --Hermann Ebbinghaus. @ ক্রেডিট কার্ড কে আবিষ্কার করেন? -- সর্বপ্রথম ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে এর ব্যবহার সফলভাবে শুরু হয়। সর্বপ্রথম ক্রেডিট কার্ড ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের জন. বিগিন। @ সাবমেরিন আবিষ্কার করেছেন কে ? --ডেভিড বুসনেল। @ রোবট শব্দটি কে প্রথম আবিষ্কার করেছেন? --কারেল কাপেক @ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) কে আবিষ্কার করেন? --সর্বপ্রথম ১৯৯০ সালে ব্রিটিশ বিজ্ঞানী টিম বারনারস লি । @ প্রথম রোবট ট্রাফিক পুলিশ নামানো হয় কোন দেশে? -গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র @ এক্সরে—রনজেন,জা র্মানী।(১৮৯৫) @ ওয়াটার জেট কাটার কি? --- ওয়াটার জেট কাটার যা ওয়াটার জেট হিসাবেও পরিচিত এমন একটি প্রক্রিয়া যেখানে উচ্চ চাপ ও গতি সম্পন্ন পানির ব্যাবহার করে ধাতু বা অন্যান্য বস্তুকে কাটা হয়। কাটার এই প্রক্রিয়া প্রকৃতিতে পানির দ্বারা সাধারণ ক্ষয়ের মতই, তবে অনেক ত্বরাণ্বিত এবং একই স্থানে নিবিষ্ট । অনেক সময় পানির সাথে ঘর্ষক পদার্থ (বালি অথবা ধাতব কণা) মিশিয়ে উচ্চ ক্ষয় (এরোশান) ক্ষমতা সম্পন্ন ওয়াটার জেট কাটার তৈরী করা হয়। এই প্রক্রিয়া ব্যাবহার করে খুব শক্ত ধাতু থেকে শুরু করে কাগজ পর্যন্ত কাটা যায়। কাটার সময় তাপজনিত পীড়ন (থারমাল স্ট্রেস) প্রায় শূন্য হওয়াতে তাপ সংবেদনশীল বস্তুর ক্ষেত্রে এই কাটার প্রক্রিয়া অগ্রগণ্য। উচ্চপ্রযুক্তির কলকারখানা, যেমন বিমান শিল্প, জাহাজ শিল্প, গাড়ি শিল্পে এই প্রযুক্তি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ✿-----------------------✿----- ------------------✿ ------------------------------ ------------------------------ --------- নিজের সুবিধা মতো পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন; ফেসবুকের নিয়মানুযায়ী নিয়মিত লাইক , শেয়ার ,কমেন্ট না করলে পেজের পোস্ট আপনাদের হোম পেইজে আর দেখা যাবে না । তাই অনেকেই আমার সব গুলো আপডেট থেকে বঞ্চিত হচ্ছেন।আমার পরিশ্রম তখনই সফল হবে যখন সবাই উপকৃত হবে তাই প্রতিটি পোস্টে লাইক দিবেন। ধন্যবাদ ---
Posted on: Mon, 26 Jan 2015 02:30:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015