▓▒ গুরুত্বপূর্ণ পরামর্শ - TopicsExpress



          

▓▒ গুরুত্বপূর্ণ পরামর্শ ▒▓ ████████████████ সম্মানিত সদস্যবৃন্দ আপনারা সকলে ইতিমধ্যে হয়ত অবগত হয়ে গেছেন যে আমাদের পর্ব সমাপনি পরীক্ষার কার্যক্রম স্থগিত ( বর্জন ) করার সিদ্ধান্ত নিয়েছে IDEB এবং বাকাছাপ । তবে এই বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে কোন সুস্পষ্ট নির্দেশনা না আসায় সকলে এখন রয়েছেন ভাসমান নৌকার অবস্থানে । আমারা জানি বাকাছাপ হতে নির্দেশনা প্রদান করা হয়েছে “ যদি ২৮ তারিখের মধ্যে দাবি মেনে নেয়া না হয় , তবে ২৯ সেপ্টেম্বর ২০১৩ ইং হতে ০৭ ই অক্টোবর পর্যন্ত সকল প্রকার পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকবে । এমতাবস্থায় যদি ২৯ শে সেপ্টেম্বর হতে পরীক্ষার কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে পরীক্ষা স্থগিত এর কোন সুস্পষ্ট নির্দেশনা না আসে, তবে শিক্ষার্থীরা পড়বে মহা বিপাকে । কারন ২৯ শে সেপ্টেম্বর হতে দেশের পরীক্ষা এর কেন্দ্র গুলো বন্ধ থাকা সত্ত্বেও যদি কোন পরীক্ষার কেন্দ্র বিশেষ করে বেসরকারি পলিটেকনিক ইন্সিটিউট এর কেন্দ্র সমুহে পরীক্ষা হয়ে যায়, তাহলে অন্যান্য কেন্দ্র হতে যেসকল পলিটেকনিক ইন্সিটিউট এর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করবে না তাদের সকল কে ইয়ার লস সার্টিফিকেট ধরিয়ে দিবে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড । এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সকল কে দেশের সকল পলিটেকনিক ইন্সিটিউট এর শিক্ষার্থী দের সাথে যোগাযোগ রাখা অতীব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে । তাই সকল কে বিনীতভাবে অনুরোধ করব, দেশের যতটি পলিটেকনিক ইন্সিটিউট এ আপনার পরিচিত ডিপ্লোমা বন্ধু রয়েছে , তাদেরকে এই গ্রুপ এর আওতায় নিয়ে এনে আমাদের সকলের মাঝে INTERCONNECTED NETWORK গড়ে তুলুন । তাদের অ্যাড করার পাশাপাশি যদি তাদের ফোন নম্বর থাকে তাহলে তাদের জানিয়ে দিন , যদি তাদের প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয় , তাহলে কাল বিলম্ব না করে যাতে আমাদের গ্রুপ এ আপডেট দিতে না ভুলেন । পাশাপাশি আপনারা সকলে আগামীকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ কে ফোন ( ফোন নম্বর রুটিন এ দেয়া আছে ) করে জেনে নিন পরীক্ষা স্থগিত এর কোন নোটিশ আসছে কিনা । অবশ্যই বাকাছাপ এর পরীক্ষা স্থগিত কার্যক্রম এর সংবাদ টি পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ কে দিতে ভুলবেন না । মনে রাখবেন সেশন জট হলে হয়ত মাস দুই এক দেরি হবে । কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কেন্দ্রে গনহারে পরীক্ষা না দিলে সকলের ইয়ার লস হবে ।
Posted on: Thu, 26 Sep 2013 00:35:47 +0000

Trending Topics



iv>

Recently Viewed Topics




© 2015