গ্রিনিচ বুকে রেকর্ড - TopicsExpress



          

গ্রিনিচ বুকে রেকর্ড গরলেন আমাদের দেশের বিরোধী দলিয় নেত্রী বেগম খালেদা জিয়া। গুপুন সংবাদের ভিত্তিতে পাওয়া পৃথিবীর একমাত্র জীবিত ও মৃত প্রানী কুলের মধ্যে তিনিই একমাত্র প্রানী যিনি একাধারে না মরে চার বার জন্ম গ্রহণ করেন। খবরে প্রকাশ, প্রথমবার তিনি ঠিকই জন্মান। কিন্তু ম্যাট্রিকে ফেইল মাইরা তার আরেকবার পুনর্জন্ম হয়, ফলে তার জন্ম তারিখও পালটে যায়। ফেইল মারার ফলে তার জন্ম তারিখ হয় ৫ ই সেপ্টেম্বর ১৯৪৬। মানুষ মাত্রই দুই অবস্থা, জীবিত এবং বিবাহিত। আর তাই তিনি বিয়ের সময় আরেকবার জন্ম গ্রহণ করেন। বিবাহিত অবস্থায় তার নতুন জন্ম নেয়া তারিখ হয় ৪ ই অগাস্ট ১৯৪৪। একজন মহিলা সারা জীবন চুলায় লারকি ঠেলেছে। হটাত করে সে যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তবে ব্যাপারটা সত্যি আকাশের চাঁদ (সাইদীসহ) হাতে পাওয়ার মতো ব্যাপার। আর তাই তিনি তার আগের অবস্থান থেকে আরেকবার জন্ম নিলেন। এইবার জন্মেলেন তিনি ১৯ শে অগাস্ট ১৯৪৭। তার পেয়ারের দেশ পাকিস্তান ভেঙ্গে টুকর টুকর করার সাথে সাথে হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যাবার দায়ে সকল দোষ চাপালেন গিয়ে তিনি বঙ্গবন্ধুর উপর। তাই তার মৃত্যু দিবসে বোতলের ছিপি খুলে একটু আনন্দ ফুর্তি করে মন এবং দেহের কষ্ট লাঘব করা আর কি? ফলে তিনি আরেক বার পয়দা হইলেন এই ধরায়। ১৫ ই অগাস্ট তিনি আবার জন্ম নিয়া গ্রিনিচ বুকে নাম লেখাইলেন। এমন একজন মিথ্যাবাদী মহিলা আমাদের দেশে জন্ম নিয়েছে বলে আমি গর্বিত। এমন মহিলার কার্বন কপি তো দুরের কথা, এর ধারের কাছে কেউ সারা পৃথিবীতে জন্মেছে কিনা সন্দেহ। ছলনার দিক দিয়া তিনি ক্লিউপেত্রা কেও ফেইল মাইরা দিয়েছেন।
Posted on: Tue, 13 Aug 2013 05:09:23 +0000

Trending Topics



on Saturday during
Black Friday 2014 ** BoxWave Patent Leather Clutch Apple iPhone 5s
So, I just cancelled an appointment to have Botox between my
The HOLY GHOST is moving in this movement ministering in each and
Jesus is the one would made this happen!!!!!!!!!!!!!!! Thank you

Recently Viewed Topics




© 2015