গ্রুপে আমার প্রথম - TopicsExpress



          

গ্রুপে আমার প্রথম পোষ্ট।আশা করি পজেটিভলি নিবেন। :-) এই পোষ্ট আমার মুভি জগতের সুপারহিরো জ্যাকি চেনের ফিল্ম সম্বন্ধে। টাইটেল: Snake In The Eagels Shadow. রিলিজ ডেট: মার্চ ১, ১৯৭৮. বক্স-অফিস কালেকশান:$2,708,748.20 হংকং ডলার। IMDb রেটিং: 7.5/10 আর আমার রেটিং 8/10. হিউজ পপুলার ফুল কমেডি+অসাধারণ সাবলীল কংফু কৌশল প্রদর্শনী আর জ্যাকি মানেই সেই লেভেলের মজাদার ফিল্ম যা শেষ মিনিট পর্যন্ত দর্শক ধরে রাখতে সক্ষম। ^_^ এইখানে চিন ফু(জ্যাকি) একজন এতিম ছেলে যে একটা কংফু স্কুলে থাকত আর মাস্টার কর্তৃক লাঞ্চিত হত প্রতিনিয়ত। হঠাৎ তার দেখা হয় কংফুর স্ন্যাক স্টাইলের শেষ সার্ভাইভার মাস্টার ইয়ুন সিউ টায়ানের সাথে যিনি পালিয়ে বেড়াচ্ছিল Eagles Claw এর ষড়যন্ত্রকারী লোক হতে যারা Snake Style কে চিরতরে মুছে দিতে চাইছিল।পরে বৃদ্ধ ইয়ুন চিং ফুকে দীক্ষা দেন। অবহেলিত চিং ফু নতুন রুপ পায় এর মাধ্যমে।শেষমেষ চিং ফু Snake Style এর সাথে তার আবিষ্কৃত Cats Claw নামক নতুন স্টাইলের সংমিশ্রণ করে যেটাকে চিং ফুর মাস্টার নাম দেয় Snakes In The Eagles Shadow. সময় থাকলে দেখে ফেলুন।পুরা সময় স্বার্থক হবে। আজ অবধি ৩০-৪০ বার ফিল্মটা দেখেছি তবুও দেখতে ইচ্ছে করে।আর আপনারা জানেন যে জ্যাকি তার সকল মুভিতে স্ট্যান্ট সব নিজেই পারফর্ম করে রিয়েলভাবে যার ফলে সে আহত হয়েছে বারংবার। মাঝেমধ্যে তা গুরুতর পর্যায়ে চলে যায়। জ্যাকি একজন রিয়েল পারফর্মার যার কারণে আমার কাছে সে সুপারহিরো।আই এম প্রাউড টু বি আ জ্যাকি ফ্যান। :-) নাহিদ হাসান হিমু ভাই শেষমেষ লিইখা ফালাইছি। B| মোবাইল থেকে পোষ্ট দিলাম তাই ডাউনলোড লিংক দিতে না পারায় দু:খিত। :(
Posted on: Sun, 20 Jul 2014 18:23:15 +0000

Recently Viewed Topics




© 2015