গ্রুপে দেখলাম এক ভাইয়া - TopicsExpress



          

গ্রুপে দেখলাম এক ভাইয়া এক মাসে প্রস্তুতি নিয়ে ৩২৬ পেয়েছে। অতি আগ্রহী একজন আমাকে মেসেজ করেছে, ভাই উনি কি আসলেই একমাস প্রিপারেইশন নিয়েছিল, নাকি চাপা মেরেছে? I dont know him. But, someone can get 326 by 1 month preparation because he might be strong in critical reasoning. He might know many of the vocabularies by default, as ,may be, he read lots of English story book from his childhood. আমি যা বলতে চাচ্ছি তা হল, কেউ ১ মাস পড়ে ৩২৬ পাবে, আবার কেউ ১ বছর প্রিপারেইশন নিয়েও ৩০০ পাবেনা। কারন, আপনার গ্লাসে কতটুকু পানি আছে সেটাও গুরুত্বপুর্ন। আপনি যদি খালি গ্লাস নিয়ে মাঠে নামেন, তাহলে অনেক সময় দিয়েও হয়তবা গ্লাসে অর্ধেক পানিও ভরতে পারবেনা। আর যদি আগে থেকেই আপনার গ্লাস অর্ধেক ভর্তি থাকে, তাহলে অল্প সময়েই অনেক কিছু হয়ে যাবে। মানুষকে সন্দেহ করা বাদ দিয়ে নিজের কাজ করেন। অন্য কে কত স্কোর পেয়েছে, তাতে আপনার স্কোর এক মার্কও বাড়বেনা । Another point: Your score depends on you. So, dont waste your time by comparing yourself with others, coz their life context can never be same to you. Be sure that you are prepared. That;s it.
Posted on: Sat, 20 Sep 2014 03:54:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015