ঘটনা :এক ঐদিন ফ্রেন্ডরা - TopicsExpress



          

ঘটনা :এক ঐদিন ফ্রেন্ডরা এক লগে বইসা আড্ডা মারতেছিলাম। হঠাৎ ইসলাম ধর্মের কিছু নিয়ম নীতি নিয়া আলোচনা ষ্টার্ট হইল। সবাই যে যা জানে শেয়ার করতেছে। আলোচনা মাঝে মাঝে তর্ক ও হইয়া যাইতেছে মাঝে মাঝে। হঠাৎ এক ফ্রেন্ড বইলা উঠল, দোস্ত এই আলোচনাটা বাদ দে। আবার পরে শিবির টিবির ভাইবা ধইরা লইয়া যাইব। লগে লগে দেখি সবাই চুপ। মনে হয় ভুতে ধরছে। কইলাম, আমরা কি আলোচনা করুম এইটা পার্সোনাল ইস্যু। শিবির আইলো কই থিকা এইখানে। এইবার আরো একজন, না দোস্ত তাও বাদ দে। এইসব আলোচনার দরকার নাই। [আলোচনা এইখানেই শেষ]এটাই ~~~~~~~~~~~ ঘটনা_দুই আজকের ঘটনা। সায়েন্স ল্যাব মসজিদের সামনে থিকা টুপি কিনতেছিলাম। হঠাৎ মনে হইল আজকে তো আবার হরতাল। এদিক ওদিক চাইলাম। এরপরে একটু টেনশনেই আসলাম বাসায়। জানি কিছু হবে না এরপরে ও খালি মনে হইতাছিল পুলিশ চেক টেক কইরা টুপি পাইলে আবার উলটাপালটা কিছু ভাবে কিনা। বাসায় আইসা মাথা ঠান্ডা হইল। ভাবলাম কোন দেশে বাস করি। যদি পকেটে টুপি না থাইকা লগে একটা গার্লফ্রেন্ড থাকত তাইলে এইসব চেকিং এর কথা মাথাতেই আইত না।এটাই আপাতত দেশের অবস্থা। এখন খোঁচা খোঁচা দাঁড়ি থাকলে বাপ মা জোর কইরা শেইভ করায়। তাদের মতে, দেশের অবস্থা ভাল না। তোদের বয়সী পোলাপাইনের জন্য সিচুয়েশন আসলেই খারাপ। আগে ইসলাম রিলেটেড কোনো প্রশ্ন টশ্ন থাকলে নামাযের পরে মসজিদের হুজুরদের জিজ্ঞাসা করতাম। এইগুলা ও এখন বাসা থিকা নিষেধ। কয় পরে আবার তোরে হেফাজতি ভাবব।কোনো ঝামেলায় যাবি না। ইসলাম রিলেটেড কথায় এখন সবারই কেমন জানি একটা আতংক, একটা শংকা। তেনাদের কথা আসলেই ঠিক। ইসলাম আর জামাতে ইসলাম এক না। এবং তেনাদের ট্রেন্ডে আল্টিমেট ক্ষতিটা ইসলামের ই হয়, জামাতে ইসলামের না। পরিশেষে ন্যান্সির ফেইসবুকে ষ্ট্যাটাস দেওয়া ও পরবর্তী ভোগান্তির কাহিনী টিভিতে দেইখা আব্বু আম্মু আমারে আরো একচোট ঝাড়ল। আম্মুঃ ফেইসবুকে ষ্ট্যাটাস দিবি না আর। আমিঃ আমি পলিটিক্যাল ষ্ট্যাটাস দেই না এইটা তো জানো। সো আমার কি প্রব্লেম। আম্মু, তবু কোনো ষ্ট্যাটাস ই দিবি না আমিঃ আমার প্রোফাইলে আমি কি দিব না দিব এইটা তো আমার স্বাধীনতা আম্মুঃ এত স্বাধীনতার দরকার নাই। আর রাস্তাঘাটে ও এত আলাপ আলোচনার দরকার নাই। চুপ চাপ থাকবি। আমি আর কিছু কই না। খালি চুপচাপ থাকি আর হাসি। পাশে ল্যাপটপে বাজে হায়দার হোসেনের ট্র্যাকঃ কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি তিরিশ বছর পরে ও আমি স্বাধীনতাটাকে খুজছি। লিখা: (ইফতেখার ইদ্রিস আসিফ)
Posted on: Thu, 21 Nov 2013 03:48:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015