ঘটমান বর্তমানের প্রতিটি - TopicsExpress



          

ঘটমান বর্তমানের প্রতিটি মুহুর্তকে কখনোই সেলুলয়েডে বন্দি করা সম্ভব না। ২৩ বছরের পাকিস্তানি শাসকগোষ্টীর বঞ্চনা, শোষন, নিপীড়ন, নির্যাতন তথা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের বিজয় গাঁথার কথা এতোটাই সমৃদ্ধ যে, স্বাধীনতার পথে প্রতিটি দিন, প্রতিটি মুহুর্ত ছিল এক একটি ঐতিহাসিক অধ্যায়। ২৩ বছরের সেই রক্তাত ইতিহাস জানতে হলে হয়তো সারাটি জীবন ধরেই জানা শেষ হবেনা। তবুও যতটুুক জানা দরকার, যতটুকু না জানলে স্বাধীনতার মর্ম বোঝা যাবেনা ততটুকু জানতেই হবে। মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ডকুমেন্টারী হয়েছে, নাটক, সিনেমা হয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইতিহাসকে সংক্ষিপ্তরুপ দিয়ে কখনোই সঠিক ইতিহাস তুলে ধরা সম্ভবনা। স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তির ইতিহাস জানতে আর আমাদের শত্রু-মিত্র চিনতে হলে অবশ্যই ইতিহাস চর্চা করতে হবে। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার উদ্যোগ “১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস” নামের প্রায় ২ঘন্টার এই তথ্যচিত্রটি দেখার অনুরোধ রইলো সবার কাছে। দেশিবিদেশী সাংবাদিকদের তুলা মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অনেক দূর্লভ ভিডিও ও স্থিরচিত্র দিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি মুক্তিযুদ্ধের উপর নির্মিত তথ্যচিত্রগুলোর মধ্যে অনেক সমৃদ্ধ। তথ্যচিত্রটি সরাসরি ইন্টারনেটে দেখতে পারেন অথবা সংগ্রহ করে নিতে পারেন যেকোন সিডি-ভিসিডির দোকান থেকেও। ধন্যবাদ এটিএন বাংলা মুক্তিযুদ্ধ ভিত্তিক চমৎকার এই তথ্যচিত্রটির জন্য।
Posted on: Wed, 10 Dec 2014 06:19:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015