ঘরে বসেও অনলাইনে আয় করা - TopicsExpress



          

ঘরে বসেও অনলাইনে আয় করা যায়। ওডেস্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্সের মতো অনলাইন মার্কেপ্লেসে কাজ করছেন বাংলাদেশের অনেক ফ্রিল্যানসার। নতুন ফ্রিল্যান্সারদের জন্য অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ১. থাকতে হবে কাজের দক্ষতা, উদ্যোগ, ধৈর্য, অনলাইন উপস্থিতি, পেশাদারিত্ব, মনোযোগ। ২. ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে, কাজের বর্ণনা বুঝতে হবে, সামাজিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ৩. দ্রুত গতির ইন্টারনেট সংযোগ, ভালো মানের কম্পিউটার থাকতে হবে। কাজের পরিবেশ থাকতে হবে। ৪. কাজের মনস্থির করে প্রথমেই খুলতে হবে অ্যাকাউন্ট। শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভালোভাবে তৈরি করতে হবে। ৫. নিজের প্রোফাইলটিকে সুন্দর করে সাজানো দরকার সবার আগে। প্রোফাইলে নিজের কাজের দক্ষতা উল্লেখ করতে হবে। ৬. প্রোফাইল তৈরির পর টাকা ধৈর্য ধরে বিড করতে হবে। ৭. দক্ষতার জন্য পরীক্ষা দেওয়া যায় এবং তাতে ভালো স্কোর কাজ পেতে সাহায্য করবে। ৮. আপনার পছন্দের কাজে জন্য বিড করতে পারেন। বিড করার জন্য বায়ারের চাওয়া দক্ষতাগুলো তুলে ধরতে পারলে কাজ পাওয়া সহজ। more details sitebikroy24.tk or comment
Posted on: Thu, 14 Nov 2013 07:55:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015