চাঁদের মালিক - TopicsExpress



          

চাঁদের মালিক কে? ============ ২০০০ সালে Gregory W. Nemitz নামের এক ব্যাক্তি এস্টারয়েড 433 Eros এর বেশ অনেকখানি জমির মালিকানা দাবী করে বসেন যার মুল্যমান ৪৯২,১৮৭,৫০০,০০০,০০০,০০০ (প্রায় ৫০০ কোয়াড্রিলিয়ন ডলার) মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়। যদিও এই পৃথিবীর প্রায় ২০০ টি দেশের কোনোটিই পৃথিবীর বাইরের মালিকানার স্বীকৃতি দেয় না। কিন্তু যেভাবেই হোক তিনি জমির মালিকানা রেজিস্ট্রি করতে সক্ষম হন। এর পরের বছরই অর্থাৎ ২০০১ সালে নাসা এই এস্টারয়েডে একটা প্রোবের অবতরণ করায়। এই ঘটনা কর্ণপাত করা মাত্রই Nemitz ওই অবতরণস্থানটিকে পার্কিং এরিয়া হিসেবে চিন্থিত করেন এবং পার্কিং এরিয়া নং ২৯ উল্লেখ করে নাসার নিকট ২০ ডলারের একটি পার্কিং টিকেট প্রেরণ করেন। কিন্তু এখন পর্যন্ত নাসা এবং যুক্তরাষ্ট্রের এটর্নী জেনারেল এই টিকেটকে অইনসম্মত নয় বলে পার্কিং টিকিটের মূ্ল্য প্রদানের দাবী উপেক্ষা করে আসছেন। গত কয়েকযুগ ধরেই বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাকর্তৃক মহাশুন্যের বিভিন্ন সম্পত্তির মালিকানার দাবী চলে আসছে। যদিও ১৯৬৭ সালে চালু হওয়া এক চুক্তি অনুযায়ী কোন ব্যক্তি বা সংস্হাকর্তৃক পৃথিবী বহির্ভূত কোনো সম্পত্তির মালিকানা স্বীকৃত নয়। এই চুক্তিতে পৃথিবীবহির্ভূত যাবতীয় বস্তুকে সমগ্র মানবজাতির ঐতিহ্য বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে। ১৯৭৯ সালে আরেকটি চুক্তি চুড়ান্ত করা হয় যার নাম “আন্তর্জাতিক চাঁদ চুক্তি (International Moon Treaty)” যেখানে পৃথিবীর বাইরে যেকোনো ব্যক্তিগত ভু- সম্পত্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এখন পর্যন্ত মাত্র ১৫টি রাষ্ট্র এই চুক্তি স্বাক্ষর করেছে।
Posted on: Sat, 17 Jan 2015 11:58:29 +0000

Trending Topics



iv class="sttext" style="margin-left:0px; min-height:30px;"> CONHECIMENTO, o caminho para o CRESCIMENTO Eu adoro compartilhar

Recently Viewed Topics




© 2015