চার্টার্ড - TopicsExpress



          

চার্টার্ড একাউন্ট্যান্টস (সিএ) ক্যারিয়ার নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে ২য় পর্ব:- •• শিক্ষার্থী নিবন্ধন প্রক্রিয়া:- আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে আইসিএবি নিবন্ধিতি ফার্মের তালিকা সংগ্রহ করতে হবে। তালিকা সংগ্রহ করার জন্য এই লিংকে ক্লিক করুন। তারপরে পছন্দ অনুসারে সি.এ ফার্মে বায়োডাটা (সি.ভি) ড্রপ করতে হবে। সি.এ ফার্ম যদি শিক্ষার্থীকে তাদের যোগ্য মনে করে তাহলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার মেধা যাচাই করে তাকে আর্টিকেল স্টুডেন্ট হিসাবে মনোনয়ন করবে। তারপর ফার্মের নির্দ্দিষ্ট নীতিমালা অনুযায়ী ফার্মে যোগদানের পরবর্তী ২/৩ মাস তাকে প্রভিশন প্রিয়ড হিসাবে কাজ করতে হবে। তারপর তাকে ঐ ফার্মের মাধ্যমে আই.সি.এ.বি তে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। বর্তমান নিবন্ধন ফি ৩০,০০০/- টাকা। নিবন্ধনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর তাকে ঐ সি.এ ফার্মের অধীনে কাজ করতে হবে। এক্ষেত্রে তাকে কোন টাকা পয়সা খরচ করতে হবে না। বরং তাকে ফার্ম থেকে প্রত্যেক মাসে আই.সি.এ.বি এর নিয়ম অনুযায়ী একটি নিদ্দিষ্ট পরিমান ভাতা দেয়া হবে। আই.সি.এ.বি এর নিয়ম অনুযায়ী আর্টিকেল স্টুডেন্টদের মাসিক ভাতা হল- ১ম বছর ৩০০০/- ২য় বছর ৩৫০০/- ৩য় বছর ৪০০০/- রেজিষ্ট্রেশন হয়ে গেলে শিক্ষাথীর্কে আই.সি.এ.বি কর্তৃক বিনামূল্যে বই, লাইব্রেরী কার্ড সরবরাহ করা হবে এবং কোচিং ক্লাস করানো হবে। কোচিং সম্পর্কিত বিস্তারিত পরের পোষ্টে আলোচনা করা হবে। (চলতে থাকবে............) ••আর বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী পর্বে ।
Posted on: Fri, 06 Sep 2013 05:34:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015