চিল্লা ! চিল্লা কি একটা - TopicsExpress



          

চিল্লা ! চিল্লা কি একটা ইবাদত? ১ চিল্লা ৪০ দিন, ২ চিল্লা ৮০ দিন, চিল্লা ১২০ দিন ! যদি বলেন এটা একটা ইবাদত তাহলে শুনেন, রাসুল (সাঃ) জীবনে আধা চিল্লাও দিয়েছেন এমন প্রমান নাই, চিল্লা দিতে বলেছেন এমনও প্রমান নাই! ১,২, ৩ চিল্লা তো দুরের কথা! আপনি চিল্লায় গিয়ে বুকে হাত বাঁধেন, জোড়ে আমিন বলেন, আর সহিহ বুখারী থেকে বয়ান করতে বলেন আপনাকে তারা খেদিয়ে দেবে, হয় আপনাকে খেদাবে নাহয় তারা আপনার থেকে সরে যাবে! নিশ্চিত! প্রমান চাইলে চেষ্টা করে দেখতে পারেন নিজেই! তারপর যাচাই করে নিন ইলিয়াসী তাবলিগ। চিল্লার মূল উদ্দেশ্য সুন্দর এবং মহৎ কিন্তু পদ্ধতি ও প্রয়োগ বিদাত! এখন যদি বলেন চিল্লা একটা কোর্স ! যদি কোর্স বলেন তাহলে যারা চিল্লায় যায় তাদেরকে এটা বলতে পারবেন না চিল্লা দিলে এই সওয়াব ওই সওয়াব ! আসলে তারা এখন চিল্লাকে শিক্ষা কোর্স হিসেবে চালাচ্ছে কিন্তু নিয়তে গোলমাল আছে! কারণ যখন চিল্লা আবিস্কার করা হয় তখন তা কোর্স ছিলনা। সহিহ আক্বীদার লোকদের ঠ্যালায় পরে যখন বিপাকে পরে গেছে তখন এর নাম দিয়েছে কোর্স! খুব ভালো, ইসলামিক কোর্স করবেন এটা অবশ্যই মহত কাজ! তাহলে বুখারী মুসলিম বা তাফসির ইবনে কাসীরের কোর্স হোক? জ্বি না তাহলে আবার চিল্লা হবে না ! কেন কেন? চিল্লা হতে হলে কিসের কোর্স করতে হবে? ফাজায়েলে কিতাব থেকে শিরক বিদাতের কোর্স করতে হবে তবেই কেবল তা চিল্লা হবে! পীর বুজুর্গ, মাজার খানকা, কেরামতি এসকল কিচ্ছা কাহিনীর উপর আপনার কোর্স করতে হবে তবেই কেবল তা চিল্লা হবে! প্রমান হিসেবে আপনি যাচাই করতে পারেন। কাকরাইল যান গিয়ে বলেন ভাই ফাজায়েলে কিতাবটা রেখে এই নেন তাফসীরে ইবনে কাসীর, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই নেন আবু দাউদ, এই নেন তিরমিজি এখানে থেকে বয়ান করেন। তারপর প্রতিক্রিয়া লক্ষ্য করেন। নিজ দায়িত্বে রিস্ক নিবেন কেননা আঞ্চলিক জাতি হিসেবে আমরা বাঙালি। আর বাঙালি মানেই চিলি লজ্জাস্থান নিয়ে গেছে তিলকে তাল বানিয়ে ঝগড়া করা।
Posted on: Wed, 06 Nov 2013 03:46:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015