!!! চমকে দেয়ার মতন তথ্য !!! ☞ - TopicsExpress



          

!!! চমকে দেয়ার মতন তথ্য !!! ☞ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে। ☞ আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করে। ☞ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো টাইটান। ওই বইতে তিনি লিখেছিলো টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে। আর তাই তো হলো। ☞ ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনূভুত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে। ☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না। ☞ 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5,R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80 ☞ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে। **পোস্টটি ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না.....
Posted on: Sun, 10 Aug 2014 12:15:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015