চলুন জেনে নেই কয়েকটি - TopicsExpress



          

চলুন জেনে নেই কয়েকটি তথ্য --- ✦বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা। •বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, দ. আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)। •ক্ষুদ্রতম নদী- ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট ­ ­্র। •আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)। •দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু (পাকিস্তান), গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)। ✦বিশ্বের বৃহত্তম হ্রদের নাম- কাস্পিয়ান সাগর (রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান ­ ­, ইরান)। •গভীরতম হ্রদ- বৈকাল (রাশিয়া)
Posted on: Mon, 29 Sep 2014 01:36:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015