ছোট বেলায় প্রথম - TopicsExpress



          

ছোট বেলায় প্রথম যেই ইংলিশ sentence টা শিখছিলাম তা ছিল I LOVE YOU. আমার বড় ভাইটা বহুত পাজি ছিল।এই বান্দরামিটা ও আমারে ইচ্ছে করে শিখা আমাদের পাশের ফ্লাটে মুনা আপু থাকত। মুনা আপু আর ভাইয়ার বয়সটা একই ছিল,ইচ্ছে করে বহুত ফাজলামো করত,আর ধরা খেতাম আমি। কেননা পিচ্চি পেয়ে যা করানো হত। তখন মনে হয় ক্লাস ওয়ানে পড়ি। ভাইয়ার প্যাচ তো আর আমি বুঝি না। ভাইয়া বলছিল মুনা আপু অনেক সুন্দর,আর কেউ যদি খুব সুন্দর হয় তাহলে তাকে I LOVE YOU বলতে হয়।আমি ও তাই ভেবে সিদ্ধ,ভাল একটা ইংলিশ শিখলাম। একদিন বিকালে আপু তার বান্ধবীদের সাথে বাসার নীচে ব্যাডমিন্টন খেলতেছিল,ওনার মা বারান্দায় বসে তাদের খেলা দেখছিলেন। তাছাড় া বিকেলবেলা সব আন্টিরা বারান্দায় বসে আড্ডা দেন। আমিও ভদ্র ছেলেদের মত নীচে খেলতে নামছি। হঠাৎ চিৎকার করে বললাম আপু,তোমাকে অনেক I LOVE YOU লাগছে, তোমার মত এত I LOVE YOU মেয়ে আমি কখনো দেখি ভাইয়া বলছে তুমি নাকি I LOVE YOU ঘটনাক্রমে ভাইয়াও সেখানে ছিল,আমার এই কাহিনী দেখে সবাই যখন অট্টহাসি দেবার উপক্রম তখন বেটা চোরের মত পালালো সবার সামনে থেকে। কারো বুঝতে বাকি রইলো ইংরেজি শিক্ষার গুরু কে আন্টিদের সাথে এখন যোগাযোগ নেই। জানিনা মুনা আপু কেমন আছে। তবে মাঝে মাঝেই এইসব ছোটখাট মজার কথা মনে পড়ে।
Posted on: Sat, 18 Jan 2014 06:25:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015