ছোটকালের কথা এখনও মনে - TopicsExpress



          

ছোটকালের কথা এখনও মনে আছে, বাসায় ভি.সি.আর-এ আমরা সবাই হিন্দি সিনেমা দেখতাম। আমির খানের টিপ টিপ টিপ বারিস অনিল কাপুরের লারকি হ্যাঁয় কেয়া গানগুলো আমাদের মুখস্ত হয়ে গিয়েছিল। ৯০ এর দশকের শুরুতে ভি.সি.আর যুগের সমাপ্তি ঘটলো ডিশের লাইনের আগমনে। একই সাথে বাংলাদেশীদের বিটিভির উপর নির্ভরতা অনেক অংশে কমে গেল। কিন্তু তখন বিটিভি প্রোগ্রাম খুব মানসম্মত ছিল। ফিল্মি চাক্কার নামে একটা কমেডি সিরিয়াল হত Zee Tv তে, তখন Sony Tv, Star Plus ছিল না। এই সিরিয়াল আমরা বড়, ছোট সবাই মিলে দেখতাম। বুধবারে রাত ১০ টায় একটা ভুতের টিভি শো হত, Zee Horror. ওই Zee Horror দেখলে আমাদের শরীরের লোম খাড়ায় যেত। এত ভয়ের শো ছিল সেটা। আমার জন্য হিন্দি সিরিয়ালের সবচাইতে গোল্ডেন টাইম ছিল যখন Sony Tv চালু হয়। Sunday ke Sunday, Chamatkar, Just Mohabbat (একটা উচ্চবিত্ত পরিবারে এক ছেলের জীবন নিয়ে রচিত), এসব সিরিজ পরিবারে বড়, ছোট সবাই একসাথে উপভোগ করার মতন ছিল। ২০০০ সালের দিকে কেন জানি এরা Saas Bahu সিরিয়াল বানানো শুরু করে। সবার choice এক না, Television audience অনেক diversified. টেলিভিশন চ্যানেলের উচিৎ সবার রুচির উপর নজর দেয়া। Saas Bahu টাইপ সিরিয়াল আসলে মেয়েরাই বেশী পছন্দ করে। এরপরেও আমি Sony Tv Bade Acche Lagte Hain সিরিয়াল দেখা শুরু করেছিলাম। প্রথমদিকে খুব ভালো লাগছিল কিন্তু এক বছর পর দেখলাম সিরিয়ালের quality নিম্নে চলে গেল। সিরিয়ালের মেইন ক্যারেক্টার বদলি হওয়া শুরু করলো। যেমন রামের বোন নাতাশার জামাই কার্ত্তিক, প্রিয়ার বোন আয়েশা এবং আরও কিছু মেইন ক্যারেক্টার বদলি হবার পর আমি ধৈর্য হারায় ফেললাম। কিন্তু ঐ একতা কাপুর নির্লজ্জের মতন শো চালিয়ে গেল শো রেটিং ২.৩ এ এসে নিম্নস্তরে নামা পর্যন্ত। আসলে ওরা প্রথমে খুব ভালো সিরিয়াল চালু করে, এরপরে সেটাকে চুইঙ্গামের মতন টান দিয়ে শো টার বারটা বাজায়। কোথায় সেই Just Mohabbat, Chamatkar, Flimy Chakkar এর মতন সিরিজ আর কোথায় এই Is Pyar ko kiya naam doo টাইপ সিরিয়াল। আশা করি টেলিভিশন চ্যানেলগুলো ঐ রিয়ালিটি, কমেডি সার্কাস টাইপ শো ছাড়া আমাদের মতন ক্রিটিকদের জন্য শো নির্মাণ করবে।
Posted on: Thu, 24 Jul 2014 07:21:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015