ছোটবেলায় সাঁতার কাটার - TopicsExpress



          

ছোটবেলায় সাঁতার কাটার অনেক চেষ্টা করছি। আমার পানি দেখলেই ঝাঁপাঝাঁপি করতে ইচ্ছা করে। ছোটবেলায় গ্রামে গেলেই দলবল নিয়া বিল / পুকুরে চইলা যাইতাম। পুরা দুপুরটা কাটত ঝাঁপাঝাঁপি কইরাই। অনেক পিচ্চিপাচ্চা ছিল তখন। এখন সব বড় হইয়া গেছে :/ এমনও হইছে ঢাকা থেকে গ্রামে পৌঁছানোর পর উঠানে পা টা পড়ার সাথে সাথে দলবল নিয়া এক দৌড়ে বিলে গিয়া ঝাপ দিছি! সাথের প‌োলাপানগুলা ছিল একেকটা বস! একেকজন ডুবসাঁতার দেয়, চিতসাঁতার দেয়, কলাগাছ হইয়া যায়, মরাবাইস দেয়। আর আমি খালি পানিতে দাপাদাপিই করতাম, একটা মানুষের দ্বারা কেমনে সাঁতার কাটা সম্ভব সেইটা মাথায় ঢুকত না। অনেক কসরত করছি, বসদের ট্রেনিং নিছি কিন্তু কোন লাভ হয় নাই! দুই মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার শিখা শুরু করছিলাম। কেমনে কেমনে জানি সাঁতারটা হালকা পাতলা শিখা গেলাম কয়েকদিনের মধ্যেই! কিন্তু আমার ইচ্ছা ছিল চিতসাঁতার শিখা। যেমনেই হোক এটা শিখতে হইব। চিতসাঁতারে সবচেয়ে অসাধারণ ব্যপার হইল সাঁতার কাটতে কাটতে আকাশ দেখা যায়, চারপাশ দেখা যায়! কান পানির নিচে থাকায় বাইরের চিল্লাপাল্লাও শোনা লাগে না! পুরা একটা শান্তি শান্তি ভাব। Gravity ছিনেমায় একটা দৃশ্যে Sandra Bullock চিতসাঁতার দেয়। ঐটা দেইখা খুব আফসোস হইছিল। যদি পারতাম! দুই মাস যাওয়ার পর কেমনে কেমনে জানি চিতসাঁতারটাও শিখা ফেলছি! আজকে চিতসাঁতারটা বেশ ভালভাবেই পারলাম। পানির উপর শুইয়া শুইয়া আকাশ দেখলাম অনেক্ষণ! আজকের দিনটাও ছিল জোস! এই মেঘ আসে, বৃষ্টি হয়, একটু পর ফকফকা আকাশ!
Posted on: Wed, 15 Oct 2014 17:19:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015