ছাত্র-ছাত্রীরা অমনোযোগী - TopicsExpress



          

ছাত্র-ছাত্রীরা অমনোযোগী না শিক্ষকরা তাদের মনোযোগী করতে ব্যর্থ ? অনেক শিক্ষকদের আজকাল ছাত্র-ছাত্রীদের দায়ী করাটা যেন একটা অভ্যাসে পরিনত হয়েছে। আসল কারণটা একটু অনুসন্ধান করার চেষ্টা করলে দেখবেন নিজেদের আর মুখ ঢাকার জায়গা থাকবে না। ছাত্র-ছাত্রীদের কাছে তাদের বাবা-মায়েদের চেয়ে তাদের শিক্ষকরাই হলেন সবচেয়ে বড় আদর্শ কিন্তু সেই শিক্ষকরাই যদি আদর্শহীন হন তাহলে ছাত্র-ছাত্রীরা কাদের আদর্শ নিয়ে বড় হবে ?? শুধু একটা বা দুটো পরীক্ষায় উতরে গেলে শিক্ষক হওয়া যায় না, শিক্ষক হতে গেলে অনেক গুনাবলীর দরকার হয়। প্রথমেই একজন শিক্ষককে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান এবং কর্তব্যপরায়ন হতে হয়; এগুলি না থাকলে ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়া সম্ভবই নয়। ছোট ছোট ছেলেমেয়েরা কাদার মত তাদেরকে যেমন আকার দেবেন তারা তেমন আকার পাবে। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের কথার চেয়ে তাদের আচরণটাই বেশি অনুসরণ করে। কোনো ছাত্র-ছাত্রী অমনোযোগী হলে জানবেন যে আপনারা(শিক্ষকরা ) তাদের মনোযোগী করতে ব্যর্থ, আপনি আপনার উপস্থাপনা তাদের মনোগ্রাহী করাতে পারছেন না, তাই ছাত্র-ছাত্রীরা আপনার কথা শুনবার আগ্রহ হারিয়ে ফেলছে আর মোবাইল এ মনোনিবেশ করছে বা নিজেদের মধ্যে গল্প করছে। যে শিক্ষক নিজে দেরী করে স্কুলে আসেন তিনি ছাত্র-ছাত্রীদের দেরী করে আসার জন্য শাস্তি দিতে পারেন না, যে শিক্ষক শ্রেণী কক্ষে বসে মোবাইল এ গল্প করেন তিনি ছাত্র-ছাত্রীরা মোবাইল এ গল্প করলে তিরস্কার করতে পারেন না, তাহলে ওই শিক্ষককে আগে সময় মত স্কুলে আসা অভ্যাস করতে হবে কিংবা তাকে শ্রেণী কক্ষে ঢোকার আগে মোবাইল বন্ধ করে ঢোকা অভ্যাস করতে হবে; তবে তিনি শাস্তি দিতে পারবেন। ঠিক সেই সময় দেখবেন তারা আপনার কথা শুনছে এবং পালন করছে। নিজে অন্যায় করে অন্যকে সঠিক পথে চলতে বলা একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। ছাত্র-ছাত্রীদের মুখে বলে(instruction) কিছু শেখানো যায় না, নিজেদের জীবন দর্শন দিয়ে শেখাতে হয়।
Posted on: Fri, 23 Jan 2015 04:21:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015