ছাত্র রাজনীতি বিষয় এ - TopicsExpress



          

ছাত্র রাজনীতি বিষয় এ কিছু কথা.. অনেকে আমরা ছাত্র রাজনীতিকে পছন্দ করি না , বলি এটা না থাকলে দেশ আরও ভাল চলত .. কিন্তু সেই আমরাই বলি দেশের বর্তমান রাজনীতিবিদরা অশিক্ষীত ,তাদের দিয়ে দেশ এর উন্নতি হবে কি করে?? তাহলে আমি বলতে চাই ,ছাত্র সমাজ রাজনিতিতে না আসলে শিক্ষিত রাজনিতিবিদ দেশে জন্ম হবে কি করে?? রাজনীতি একটি চর্চার বিষয়.. একে ছাত্রজিবন থেকে চর্চা না করলে কবে থেকে করবে ?? এসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন.. তবে এ কথাও সত্য যে চলমান পরিস্থিতিতে কেউ রাজনীতি করতে Support করবে না .. তবুও আমাদের কাউকে না কাউকে সাহসী পদক্ষেপ নিয়ে আগাতে হবে .. না হয় আমরা খুজে পাব না আমাদের প্রক্রিত নেতা .. আমাদের সমস্যা হল আমরা দুর থেকে আবর্জনাকে অপছন্দ করি . কিন্তু কাছে গিয়ে পরিষ্কার করতে চাই না, আবার কেউ পরিষ্কার করতে গেলেও সেই ব্যাক্তি কেও অপছন্দ করা শুরু করি .. এভাবে চলতে থাকলে এ দেশ এর অবস্থা কোনদিন উন্নত হবে না.. একটু ভাবুন দেশটাকে নিয়ে.. সবাইকে রাজনীতি করতে বলছি না.. যে করতে চায় তাকে সহযোগিতা করুন.. তাকে ভাল পরামর্শ দিন .. এভাবে হয়ত সুস্থধারার রাজনীতি নিয়ে আসা সম্ভব .. (এটা শুধুমাত্র আমার মতামত ) তবে বেশিরভাগ ছাত্র ,আছে যারা রাজনীতি করে নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য .. যারা এগুলো করে তাদেরকে প্রতিহত করুন .. (রাজনীতি একটা দেশের স্তম্ভ এটা ছাড়া দেশ অচল )
Posted on: Sun, 03 Nov 2013 15:08:01 +0000

Trending Topics




© 2015