ছাত্রশিবির আমাকে মুসলিম - TopicsExpress



          

ছাত্রশিবির আমাকে মুসলিম বানিয়েছে ।- Shamim Reja #এক তখন ক্লাস ফাইব কি সিক্সে পড়ি, শিবির আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতায় দাওয়াত দেয়া হলো । প্রশ্ন করা হলো বিশ্ব ইতিহাসে কয়েকজন মহাজ্ঞানী ব্যাক্তির নাম বলো । ঝটপট উত্তর দিলাম, সক্রেটিস। টিভি দেখে শিখেছিলাম সক্রেটিস অনেক জ্ঞানী । দায়ীত্বশিল আমার উত্তরটি গ্রহণ করলেন, সাথে ছোট্ট একটা কথা বললেন যেটা আজো মনে গেথে আছে । তিনি বলেছিলেন, “কয়েকজন নবী-রাসূলের নাম বলে দিলেও হতো, নবী-রাসূলদের চাইতে উত্তম জ্ঞানী আর কে আছে”। শিবির আমাকে জানালো আমাদের নবী-রাসূলদের মর্যাদা ওই সব দার্শনিকের চাইতেও হাজার গুনে বেশি, যেটা আমাদের পাঠ্যপুস্তক শিখাতে পারেনি । #দুই একটা জনপ্রিয় গান ছিলো সবার মুখে মুখে, "আমি নই মুসলিম, আমি নই হিন্দু, আমি নই বৌদ্ধ, আমি নই খৃস্টান । আমার পরিচয় বাংলাদেশের আমি এক বাঙালী ।" ছাত্রশিবিরের প্রগ্রামে গিয়েছিলাম, সেখানে সন্ধান পেলাম নতুন এক গানের, গর্বে বুকটা ফুলে উঠলো । "মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর । আল্লাহকে ছাড়া কাউকে মানিনা নাড়ায়ে তাকবীর নারায়ে তাকবীর ।" ছাত্রশিবির আমাকে শেখালো, আমার প্রথম এবং শেষ পরিচয় আমি একজন মুসলিম । #তিন ছোট বেলা হতেই গল্পের বইয়ের প্রতি ছিলো তীব্র আকর্ষণ । নিয়মিত কিশোর তারোকালোক পত্রিকা কিনতাম । সেখানে বিভিন্ন শিশু মডেলের সাক্ষাৎকার নেয়া হতো । ওই সব সাক্ষাৎকার হতে শিখেছি যখন প্রশ্ন করা হয় তোমার প্রিয় ব্যক্তিত্ব কে ? তখন উত্তর দিতে হয়, আমার বাবা আমার প্রিয় ব্যক্তিত্ব ! অথবা রবীন্দ্রনাথ, নজরুলের নামও বলতো কেউ কেউ । জীবনের প্রথম এবং শেষ উদ্দেশ্য নাম কামানো, স্টার হওয়া ! শিবির আমার হাতে তুলে দিলো, কিশোর কন্ঠ । সাহিত্যের এক নতুন দিগন্তের সন্ধান পেলাম, সন্ধান পেলাম আলোর পথের । কিশোর কন্ঠের মাধ্যমে শিখলাম, আমাদের প্রিয় ব্যক্তিত্ব হওয়া উচিত হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) । কিশোর কন্ঠে আমাদের শেখালো আমাদের জীবনের প্রথম এবং শেষ চাওয়া হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন । পড়লাম বদর,ওহুদ, খন্দকের যুদ্ধে আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে মুমিন বান্দা বিলিয়ে দিচ্ছে জীবন । চার সিলেট ভ্রমনে গিয়েছিলাম সংগঠনের চারজন ভাই, সিলেট শহর, জাফলং ঘুরে গেলাম মাধবকুন্ড ঝর্ণা দেখতে । ঝর্না দেখে ফিরতে ফিরতে সন্ধ্যা, মূল সড়কের পাশেই একটা মসজিদে মাগরিব আদায় করলাম । নামাজ শেষে বেরিয়ে দেখি একজন ভাই দাড়িয়ে আছেন, সালাম দিয়ে বললেন, আমি শিবিরের থানা সভাপতি, আপনারা শিবিরের কি ? গম্ভীর মুখে জবাব দিলাম, আমাদের দেখে কি শিবির শিবির মনে হয়? আমরাতো শিবির করিনা । তিনি নাছোর বান্দা, না না আপনারা অবশ্যই শিবির করেন, বেড়াতে এসে নামাজ পড়ছে, শিবিরের ছেলে ছাড়া এমনটা ভাবাই যায়না ! ঝটপট বলে ফেলেন কার মান কি ? শেষে হাসতে হাসতে সবার পরিচয় দিলাম, আমরা চারজনই সাথী ছিলাম । আপ্যায়ন কাকে বলে, কতপ্রকার ও কিকি তারা সেদিন দেখিয়ে দিলেন । পরের দিনটা তাদের সাথে থাকার জন্য সেকি রিকোয়েস্ট ! কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ট্রেনের রিটার্ণ টিকেট কেটে ফেলেছিলাম, তাই ফিরে আসতে হলো । শিবির আমাদের শিখিয়েছে ইসলামী ভ্রাতৃত্ববোধ । উদাহরণ আরো দেয়া যেতো, তবে লেখা বড় হয়ে যাওয়ার ভয়ে বাদ দিলাম । সর্বশেষ একটি প্রশ্ন, আপনার #সন্তানকে শিবিরে ভর্তি করেছেন তো ?
Posted on: Thu, 22 Aug 2013 00:36:56 +0000

Trending Topics




© 2015