ছেলে আর মেয়ে মটরবাইকে - TopicsExpress



          

ছেলে আর মেয়ে মটরবাইকে করে যাচ্ছে, মটরবাইকের স্পিড প্রায় 100 mph... মেয়েঃ জান আস্তে চালাও, ভয় লাগছে কিন্তু কতক্ষন ধরে বলছি, প্লিজ স্পিড কমাও। ছেলেঃ তাহলে I love You বল। মেয়েঃ I hate You. ছেলেঃ হয় নাই, বল I Love You. মেয়েঃ আচ্ছা I Love You...এবার স্পিডটা কমাও। ছেলেঃ এবার আমাকে জড়িয়ে ধর। মেয়েঃ পারব না। ছেলেঃ তাহলে স্পিডও কমাব না। মেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং বলল আচ্ছা ধরলাম, এবার স্পিডটা কমাও। ছেলেঃ হেলমেটটা খুব বিরক্ত করছে। হেলমেটটা খোল তো। মেয়েটা ছেলেটার হেলমেট খোলে হাতে ধরে রাখল। ছেলেঃ ওটা ধরে রেখেছ কেন? ওটা পড়। মেয়ে হেলমেটটা পড়ল এবং একটুপর তাদের Accident (দুর্ঘটনা) হল। মেয়েটা অজ্ঞান হয়ে পড়ল। তারপর যখন মেয়টার জ্ঞান ফিরল তখন জানতে পারল ছেলেটা মারা গেছে এবং তাদের এই দুর্ঘটনার কারন, বাইকের ব্রেক ফেইল হয়েছিল। তাখন মেয়েটা বুঝতে পারল, ছেলেটা অনেক আগেই বুঝতে পেরেছিল যে বাইকের ব্রেক ফেইল হয়েছে, তাই নিজের হেলমেটটা তাকে পড়িয়ে নিজের জীবনের বিনিময়ে মেয়েটার জীবন বাঁচিয়েছে...
Posted on: Sat, 13 Dec 2014 10:36:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015