ছেলেটার বুক পকেটে একটা - TopicsExpress



          

ছেলেটার বুক পকেটে একটা চিঠি পাওয়া যায় ... চিঠিটা কাঁপা কাঁপা হাতে লিখা ... যে মেয়েটার উদ্দেশ্যে চিঠিটা লিখা, তার হাতে চিঠিটা পৌছায় নাই ... অথচ প্রায় ২ মাস ধরে চিঠিটা পকেটে নিয়ে ঘুরছে ছেলেটা ... এর মাঝে হাজারবার মেয়েটার সাথে দেখা হয়েছে ... অনেকগুলো সুযোগ এসেছে ... কখনো সাহসে কুলোয় নি !! গতকাল রাস্তা পার হওয়ার সময় রোড অ্যাকসিডেন্টে ছেলেটা মারা যায় !! কেউ জানলো না চিঠির সেই না বলা কথাগুলো !! ... ... ... এই মূহুর্তে গুলিস্তানের ফুটপাথে খুব কম দামে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন বিক্রি হচ্ছে ... ফোনটা এখনো কেউ কিনে নি ... যদি মেমোরি ক্লিয়ার করা না হয়ে থাকে, তাহলে ফোনের DRAFT বক্সে অনেকগুলো মেসেজ পাওয়া যাবে ... প্রতিটা মেসেজ মেয়েটা রাতের পর রাত ধরে দাঁতে দাঁত চেপে লিখে গেছে ... কখনো SEND বাটন চাপা হয় নি !! মোবাইল ফোনটা আজ সকালে চুরি হয়ে গেছে ... অনেক হাত ঘুরে এখন সেটা গুলিস্তানের ফুটপাথে !! কেউ জানলো না সেই মেসেজগুলোতে কি লেখা ছিলো !! ... ... ... বুকের মাঝে হাজারটা কথা জমিয়ে রাখো তুমি ... বলা হয় না ... বলা হয়ে উঠে না ... হয়তো কাল বলবে ... নাহয় পরশু ... নাহয় তরশু ... একদিন হয়তো বলবে !! আচ্ছা, বলার আগেই যদি কিছু একটা হয়ে যায় ?? আর যদি সুযোগ না পাও তুমি ?? এটাই যদি তোমার শেষ সুযোগ হয় ?? SEND বাটনটা চেপে দাও ... মুখটা খোলো ... মুঠো খুলে চিঠিটা হাতে দিয়ে চোখ বুজে ফেলো ... এখুনি ... এই মূহুর্তে !! দুরু দুরু করতে থাকা বুকের কাঁপনটাকে জয় করে ফেলো ... চিরতরে থেমে যাওয়ার আগেই ... শেষটা যেন আফসোস নিয়ে না হয় ... আফসোস বড় কষ্টের, বড় যন্ত্রণার এক অনুভূতি !! by: Mamun Mahmud
Posted on: Fri, 19 Dec 2014 10:58:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015