ছবি গুলো নেয়া হয়েছে - TopicsExpress



          

ছবি গুলো নেয়া হয়েছে রুবাইয়া আহমেদ আপুর ফেসবুক টাইমলাইন থেকে। লেখাটি আপুর গতপরশুর একটি স্ট্যাটাস এর Translation. > আড়াই বছর পর কানাডা থেকে ফিরেছে আমার ছোটো বোন, সাবা। দেশে থাকাকালীন ও ঢাকা ইউনিভার্সিটির আইবিএর স্টূডেন্ট ছিলো। গতকাল বিকালে আমরা ঐ এলাকায় গিয়েছিলাম। আমার বোনটা তার প্রিয় ভার্সিটি ঘুরে দেখতে চাইলো। আমরা রিকশা নিলাম। আমার মামা, ইমতিয়াজ আলম বেগ, আমাদের সাথেই ছিলেন। মামা বেগআর্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফির প্রিন্সিপাল, ফটোগ্রাফার হিসেবেও নামডাক আছে। ছাত্রাবস্থায় সাবা আর তার বন্ধুরা কার্জন হলের আশেপাশে আড্ডা দিতো। মামাও প্রায়ই তাঁর ইন্সটিটিউটের ছাত্রদের নিয়ে ওখানে আসেন, ওরা ছবি তুলতে লেগে যায়। আমার আম্মা, ষাটের দশকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, তাঁর মুখেও কার্জন হলের কথা অনেক শুনেছি। আম্মারা সেই সময় সন্ধ্যার পরে কার্জনের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ফিরতেন, কারণ ঐটা সবচেয়ে নিরাপদ রাস্তা ছিলো। গতকাল বিকাল চারটার দিকে, আমি রুবাইয়া, আমার মামা ইমতিয়াজ, এবং আমার ছোটো বোন সাবা, আমরা রিকশাভ্রমণ শেষে কার্জন হলের পুকুর পাড়ে বসে ছিলাম। চারজন তরুণ আমাদের দিকে এগিয়ে এলো। ওরা মামাকে জিজ্ঞেস করলো আমরা ক্যাম্পাসের স্টুডেন্ট কি না। মামার উত্তর ছিলো না। ওদের একজন বললোঃ এইটাকে ঘুরাঘুরির জায়গা মনে হয়? মামা উত্তর দেবার আগেই, ছেলেগুলোর একজন প্রচন্ড শক্তিতে ঘুষি মারলো মামার মুখে। এরপর চারজন মিলে জন্তুর মতো পেটাতে শুরু করলো ইমতিয়াজ মামাকে। আমি আর সাবা, মামাকে বাঁচানোর চেষ্টা করতেই, ওরা এবার শুরু করলো সাবার উপরে। সাবাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাথি মারা শুরু হলো। আমার ছোটো বোনটা, আমার বোনটা, আমার সামনে, পড়ে পড়ে মার খাচ্ছিলো। ওখানে আরও স্টুডেন্টরা ছিলো, ঘুরতে আসা আরও মানুষ ছিলো। ওরা জমায়েত হয়ে নীরবে দেখছিলো। আমরা একটু সাহায্যের জন্য প্রাণপণে চিৎকার করছিলাম, একজনও এগিয়ে এলো না। মামার চেহারা ভেসে যাচ্ছিলো রক্তে, সাবা বেহুঁশের মতো মাটিতে পড়ে ছিলো, পরনের কাপড় শতছিন্ন। মাত্র তিন চার মিনিট যে কত দীর্ঘ যন্ত্রণার আর ভয়ঙ্কর হতে পারে, গতকালের আগে আমার জানা ছিলো না। ইমতিয়াজ মামা আর সাবাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম, মামার ছয়টা সেলাই দিতে হলো। এরপর আমার মামী শারমিন মুরশিদের ধানমন্ডির অফিসে গেলাম হেল্পের জন্য। সেখান থেকে শাহবাগ থানায় এলাম, কেস ফাইল করলাম, সেখানে খবর পেয়ে আমাদের কিছু মিডিয়ায় কাজ করা বন্ধুরাও চলে এসেছিলো। আজকের প্রথম আলোর বক্স নিউজে খবরটা ছাপা হয়েছে, সেখানে বলা হচ্ছে আক্রমণকারীরা শহিদুল্লাহ হলের। আমরা বেঁচে গেছি। বেঁচে গেছি এইজন্য যে জানোয়ারগুলোর কাছে কোন অস্ত্র ছিলো না। আমরা বেঁচে গেছি কারণ আমার মামাকে প্রাণে মেরে ফেলা হয় নি। আমরা বেঁচে গেছি কারণ, জানোয়ারগুলো আমার বোনটাকে জনসম্মুখে ধর্ষণ করে নাই। হ্যাঁ, মানুষ হিসেবে আমরা এই পর্যায়ে নেমে গেছি যে, প্রাণে বেঁচে যাওয়াটাই এখন আমাদের কাছে অনেএএক...। বেঁচে গেছি, এটাই যথেষ্ট...। আজ ঢাকা ইউনিভার্সিটির ভিসির সাথে দেখা করতে যাবো। আইনি ভাবে যা যা করতে হয় আমরা তাই করবো। কিন্তু আমার ফ্রেন্ডলিস্টের সবার সহায়তা চাই। আমার সব বন্ধুদের বলছি, আমাদের প্রিয় ঢাকা ইউনিভার্সিটিকে এরকম জানোয়ারদের হাত থেকে বাঁচাতে সাহায্য করুন। আমাদের এই ঢাকার শহরেই বাস করতে হবে, কারণ এই শহরকে আমরা ভালোবাসি। কিন্তু, এই শহরে আমি এমন ভাবে বাঁচতে চাই না। আমি চাই না, চারজন হৃষ্টপুষ্ট নরপশু মিলে একজন মেয়েকে নির্দয় ভাবে লাথি মেরে যাচ্ছে, আর সেটা একটা স্বাভাবিক দৃশ্যের মতো আশেপাশের সবাই দেখছে। আমরা শুধু দেখেই যাবো, কিচ্ছু করবো না, শুধু নামে আর গায়েগতরে মানুষ বলে পরিচয় দেবো, এটা বিশ্বাস করতে আমার ঘেন্না হয়। ----------------------- > My sister Saba is visiting from Canada after 2.5 years. She was a student of IBA, Dhaka University. We were in the area yesterday, so she wanted to take a rickshaw ride around the premises of her old school. With us was our uncle Imtiaz Alam Beg, a renowned photographer and the principal of Begart Institute of Photography. Curzon hall used to be my sister and her friends usual hangout spot. My uncle Imtiaz often brings his students here for field assignments. My mother, also a student of Dhaka University always spoke of Curzon hall with a lot of fondness and told us how she and her friends would walk home through Curzon hall after dark for it was the safest route. This was in the 60s. At around 4 PM yesterday, Saba, Imtiaz and I were sitting by the pond at Curzon Hall following our rickshaw ride around the campus. 4 young men approached us and asked Imtiaz if we were students of the University. He said no. They then asked if this looked like a “hangout” spot. Before he or we could answer, one guy threw a punch at Imtiaz and then all 4 started beating him mercilessly. Saba and I jumped to save him, but then they ganged up on my sister, threw her to the ground and started kicking her. 4 men were kicking my baby sister infront of me. There were other students and visitors at the location, watching. We were screaming for help, but no one came forward. Imtiaz’s face was covered with blood. My sister was on the ground with her kamiz torn. What could not have been more than 3-4 minutes, felt like an eternity. We rushed Imtiaz to the hospital where he received 6 stiches and then went to my aunt Sharmeen Murshids office in Dhanmondi for help. From there, we went to the Shahbagh Thana and filed a case in presence of some of our friends from the media. A clip from today’s Prothom Alo revealed that our attackers were students of Shahidullah Hall. I am thankful that these goons werent armed. I am thankful that my uncle was not stabbed. I am thankful that my sister was not raped. THIS is what we have been reduced to. We are simply grateful to be alive. We will be meeting with the VC of Dhaka University today. We will do everything that the legal system requires us to do, but I would also like to call upon every single friend in my list to join us in a movement to save our beloved Dhaka University from these thugs. We choose to live in Dhaka because we love this city. I share this post because I refuse to live in despair. I refuse to believe that watching 4 men kicking a young woman is something we have to get used to. I refuse to believe that all who stood there and watched represent who we are as people. ----------------------- ঘটনায় আলোকচিত্রী ইমতিয়াজের মাথা ফেটে যায়। দুই ভাগনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁরা সেখান থেকে বের হয়ে প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে স্বজনেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে চিকিৎসা করিয়ে শাহবাগ থানায় আসেন। সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে দেখা যায়, ইমতিয়াজের মাথায় ব্যান্ডেজ। তাঁর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। পাশে বসা এক নারীর গায়ের জামা ছেঁড়া দেখা যায়। জিডি করার সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। থানায় ইমতিয়াজের একাধিক স্বজন উপস্থিত ছিলেন। তাঁরা জানান, কানাডা থেকে ইমতিয়াজের এক ভাগনি এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন। গতকাল তাঁকেসহ অপর এক ভাগনিকে নিয়ে ঘুরতে বের হলে এ ঘটনা ঘটে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী মুঠোফোনে প্রথম আলোকে জানান, যাঁরা মারধর করেছেন, তাঁরা শহীদুল্লাহ হল ছাত্রলীগের কর্মী। প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তবে রাজনৈতিকভাবে তেমন পরিচিত নন। তিনি এঁদের নাম জানেন না। শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, জড়িতদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে (???!!)। News Links: Prothom Alo: bit.ly/1y9OqS7 BDnews24: bangla.bdnews24/bangladesh/article877301.bdnews Status link: https://facebook/rubaiya.ahmad/posts/10152501044829072 কার্টেসীঃ Moja losss?
Posted on: Fri, 07 Nov 2014 11:51:20 +0000

Trending Topics



:30px;"> WINTERSTORM – Tour mit VAN CANTO bestätigt, neues Album kommt
Igen Tisztelt Áramszolgáltató! Tisztelettel kérem,
Dear LADIES..... If you Happen To Have Slept With Over 7 guys,

Recently Viewed Topics




© 2015