ছুটির দিন। বোনাস হিসেবে - TopicsExpress



          

ছুটির দিন। বোনাস হিসেবে বৃষ্টি! অাব্বুর ডাকে তড়িঘড়ি করে সুখনিদ্রা ভঙ্গ হল এবং বিছানা ত্যাগ করলাম। নুডুলস্, কলা ইত্যাদি খেয়ে বিছানায় আসলাম ফের। কতিপয় ঝামেলার জন্য গতকাল রেজ্যুলেশন নিয়েছিলাম, চা-কফি আর খাব না। খেলে শুক্রবারে একবেলা মানে এককাপ আরকি। সমস্যা বলতে, চা কফিতে থাকে Anti Diuretic Hormone (ADH), যার দরুণ ঘনঘন মূত্র বিসর্জন করা লাগে। রাতে নিশ্চিন্ত মনে কি শুয়েছি আবার সেই ডাক। এ যেন বিসর্জনের উপর বিসর্জন। আর কত পারা যায়! আর আমার যে ইনটেক লেভেল! সকাল-দুপুর-বিকাল-সন্ধ্যা-রাত, অবিরাম। তো, বাধ্য হয়েই রেজ্যুলেশন নিয়েছি। আর একটা সমস্যা ছিল, Deposition of Saturated Fat, সেদিক টাও বিবেচনায় নিয়েছিলাম। আর একটু বাকি ছিল, “অসমাপ্ত আত্নজীবনী” বইটার। শুয়ে শুয়ে পড়া শুরু করলাম। কিসের চা, কফি! কিংবদন্তির জীবন কাহিনী পড়ছি। আমি যেন সেই সময়ে চলে গেছি! শেষ করলাম অবশেষে। যথার্থ নামকরণ করা হয়েছে। কিন্তু অসমাপ্ত থাকার জন্য “শেষ হইয়াও হইলনা শেষ” রকম বেদনা অনুভব করলাম। পরের টীকা আর সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের পরিচয় পড়ে কিছুটা তৃপ্তি পেয়েছিলাম। কিন্তু আশা ছিল লেখকের নিজের লেখাটা পড়ার। :\ ... লাঞ্চের পর ফ্রী টাইম কাটানো শুরু করলাম। ল্যাপটপে ছিলাম কতক্ষণ। হাতে কোন বই নেই যেটা পড়া যায় (অ্যাকাডেমীক পড়াশোনা ক্লাসেই)। -_- বিছানায় শুয়ে চোখ বুজেছি মাত্র, বন্ধু সাঈফের ফোন পেলাম। ও আসলে বের হলাম। মনোবিজ্ঞান বিভাগের আরেক বন্ধুর সাথে তিনজন মিলে শাহজাহানপুর ব্রিজের ওপর দাঁড়িয়ে ট্রেন চলাচল, নিশিকন্যাদের অানাগোনা ইত্যাদি দেখে ‘হীরাঝিল’ যাবার প্ল্যান করলাম। উদ্দেশ্য, নতুন রুটিন অনুযায়ী সাপ্তাহিক চা পান। আরেকটা ব্যাপার ছিল। গতকাল মতিঝিল ওয়াল্টন স্মার্ট যোনে এক বন্ধুর ট্যাব কিনতে গিয়েছিলাম। কেনার পর ভাবলাম, আসছি যখন, হীরাঝিলের চা’টা খেয়েই যাই। তৃতীয় পক্ষের ‘ধৈঞ্চামি’র কারণে শাপলা চত্ত্বর থেকে ফিরে আসতে হল। -_- ... যাত্রাপথে, এনডিসি’তে ঢুকলাম। উদ্দেশ্য মূত্র বিসর্জন! বর্তমানে যন্ত্রপ্রকৌশল পড়ুয়া এক্স নটর ডেমিয়ান আরেক বন্ধু (সাঈফ) গেটে ঢুকতেই বলল, মামা (মামারা আমাদের চেনেন) ওর (আমার দিকে দেখিয়ে) পেশাব লাগছে! What man? Weird! এম্নে বলে কেউ? -_- কাজ সেরে গাঙ্গুলী ভবন, ফা. হেরিংটন ভবন ঘুরে ফিরে হীরাঝিল আসলাম। ছুটির দিন। সন্ধ্যা পরবর্তী সময়। জায়গা নাই বললেই চলে। বহু কষ্টে ওয়েটার একটা জায়গা ম্যানেজ করল। যাক, চা’টা খেয়ে মনটা ভরল। এমন চা সপ্তাহে একটা খেলেই চলে! রেশটা যেন এখনো লেগে রয়েছে। আবার হাঁটা পথে ফিরলাম বাসায়। ... স্যাচুরেটেড ফ্যাট নিউট্রালাইজড্! :D
Posted on: Fri, 19 Sep 2014 15:23:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015