ছয় বছরের এক - TopicsExpress



          

ছয় বছরের এক গোলগাল বাচ্চা আসলো... খেলতে গিয়ে পা কেটে ফেলেছে... নরমাল স্যালাইন দিয়ে ধুয়ার পর দেখলাম যে দু-তিনটা সেলাই দিলেই হবে। সেলাই দেওয়ার আগে অবশ করার জন্য সিরিঞ্জে ওষুধ নিলাম... দেখি চোখ বড় বড় করে তাকিয়ে আছে... বললাম চোখ বন্ধ করে থাকো বাবু। চোখ বন্ধ করল। আমি যেই ইঞ্জেকশনের সুচ চামড়ার সাথে লাগিয়েছি, অমনি ভ্যা করে কান্না... সাথে চিৎকার- লাগছে, লাগছে... মরে গেলাম। অথচ সিরিঞ্জই ঢুকাইনি তখনো... দুবার এরকম করার পর আমি চুপি চুপি তার মাথার কাছে গেলাম। এদিকে সে চিল্লাচ্ছেই- লাগছে, লাগছে... ব্রাদার কে চুপ থাকতে বললাম। কিছুক্ষণপর দেখি কুমড়ো পটাস বাবুটা মাথাটা একটু তুলে এক চোখ খুলে পায়ের দিকে তাকাল... তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এবার দুচোখ খুলে ডান-বাম দুপাশেই খুঁজতে লাগলো। আমাকে আর পায়না... আমি এবার তার মাথার পেছন থেকে মুখটা একটু সামনে বাড়িয়ে হেসে বললাম, এই যে আমি। এতক্ষণ যে চিল্লালা, কই ইঞ্জেকশন দিসি? ওটা তো আমার হাতে। বাচ্চা দেখি হেসে উঠল... আর লজ্জা পেল মনে হল। আমি বললাম, স্পাইডারম্যানকে চেন? সে মাথা নাড়ালো, চিনে। তার অনেক স্টিকার আছে স্পাইডারম্যানের। বললাম, স্পাইডারম্যান কিন্তু এসব ইঞ্জেকশনে ভয় পায়না... আমার কাছে ওষুধ কোম্পানির দেওয়া কিছু চকলেট ছিল। ওয়ার্ডবয়কে দিয়ে ব্যাগ থেকে চকলেটের একটা প্যাকেট নিয়ে আসালাম। এরপর সেটা গোললুটাকে দিলাম। গোল্লু তো দেখি মহা খুশি... ৩২টা দাঁত বের করে দিল এক বিশাল এরপর যখন ইঞ্জেকশন দিতে লাগলাম, শুধু উহ, আহ করতে লাগলো। সে চকলেট খাচ্ছিল, আর আমি আমার কাজ করছিলাম... Sometime a doctor has to be an actor, a comedian or a good talker.... লিখেছেনঃ ডাঃ তারাকী হাসান মেহেদী
Posted on: Fri, 04 Jul 2014 11:14:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015