জাতির বিবেকের কাছে - TopicsExpress



          

জাতির বিবেকের কাছে প্রশ্ন? ১৯৭১ সালে আসলেই কি যুদ্ধ হয়েছিল? যুদ্ধ যদি হয়েই থাকিত প্রকৃত অর্থে তাহলে ৬৪ জেলার তথা ১১টি সেক্টরের আর কোথাও মানবতা বিরোধী অপরাধ হয়নি শুধু যেখানে জামায়াত নেতারা ছিল সেখানেই হয়েছে যুদ্ধাপরাধ? # আসুন একনজরে দেখি বাংলাদেশের কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল(view of BAL)? মাওলানা মতিউর রহমান নিজামী= পাবনা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী=পিরোজপুর এটি এম কামরুজ্জামান=শে রপুর আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ= ফরিদপুর মীর কাশেম আলী=মানিকগঞ্জ # এই কয়টা জেলায় যুদ্ধ হলে আর বাকি জেলার মানুষ কি আঙ্গুলে ঘি লাগিয়ে আঙ্গুল চুষেছিল? ভাবতেই অবাক লাগে যে জামায়াতের এত পাওয়ার কিভাবে পেয়েছিল। যেখানে ১৯৬৯-১৯৭৪ পর্যন্ত দল ছিল শুধুই আওয়ামীলীগ সেখানে অন্য দলের প্রশ্নই আসেনা।সন্দেহ থাকলে 4th amendment, the constitution of Bangladesh,1974 টা দেখুন। এত বিচার করার কি দরকার? এত টাকা অপচয় করার কি দরকার? এত সময় নেয়া কি দরকার? আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিবেন তো দিয়ে দেন?এত নাটোকের কি দরকার।আম গাছে কোনদিন জাম ধরেনা জানতাম কিন্ত এখন দেখি আওয়ামী ট্রাইবুন্যাল সেটাও পারে। # আওয়ামীলীগ ,আপনারা আপনাদের কফিনে শেষ পেরেক অনেক আগেই গেঁথে ফেলেছেন! আপনাদের পতন সময়ের ব্যবধান মাত্র!আপনাদের জন্য আফসোস হয় কারন আপনারা এতটাই কানা যে কোন কিছুই দেখতে পাননা।আপনাদের এমন পরিনতি হবে যা ১৫ই আগস্ট কেউ হার মানাবে। শুধু বলছি শহীদদের রক্ত বৃথা যায়না।
Posted on: Wed, 05 Nov 2014 02:19:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015