☛ জাতীয় বিশ্ববিদ্যালয়ে - TopicsExpress



          

☛ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রিপ্লাই মেসেজেরর ব্যাখ্যা: ☛ You are assigned A (1001) in the first merit list. - NU Authority. Powered by Teletalk. ☛ এর মানে আপনি ফার্স্ট মেরিট লিস্টেই A(1001)-তে চান্স পেয়েছেন।এনইউ কতৃপক্ষ।টেলিটক দ্বারা পরিচালিত।1001 হচ্ছে সাবজেক্ট কোড। *এখানে A একটি সাবজেক্ট ধরে নিয়েছি,যার সাবজেক্ট কোড হচ্ছে 1001. ☛You scored passed mark. Please wait for second merit list or release slip. - NU Authority. Powered by Teletalk. ☛ এর মানে হল আপনি পাশ করেছেন কিন্তু প্রথম মেরিট লিস্টের জন্য পর্যাপ্ত নম্বর আপনি পাননি।তাই আপনাকে 2nd মেরিট অথবা মুক্তিপত্রের জন্য অপেক্ষা করতে বলেছেন।আপনি 2nd মেরিট লিস্টেও চান্স না পেলে আপনাকে মুক্তিপত্র দেওয়া হবে।।মুক্তপত্র সংগ্রহ করে অন্য কলেজে ভর্তি হতে পারবেন। ☛ We regret to inform you that you are not in the list of successful, ☛ এর মানে আপনি এনইউ-এর নির্ধারিত পাশ মার্ক পেতে ব্যর্থ হয়েছেন। সেই কারনে আপনি সফলদের তালিকায় স্থান পাননি। যারা পাননি তাদের জন্য রেজাল্ট জানার উপায়। ☛ SMS এর ম্যাধমে জানতে পারেন – #NU Admission Result SMS Format: NUATRoll Number,Send To 16222 Example:NU AT 3262157 , Send To 16222 ☛ অনলাইনের মাধ্যমে – দেখার জন্য পরে জানিয়ে দিব। অনলাইনে এখনো রেজাল্ট পাবলিশ করেনি।পাবলিশ করলে, আমরা দিয়ে দিব।
Posted on: Mon, 27 Jan 2014 11:47:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015