জানি না এইটা কার মাথা - TopicsExpress



          

জানি না এইটা কার মাথা থেকে বাইর হইসে। বিশ্বরেকর্ড টেকর্ড আজাইরা মনে হইলেও বিজয়ের দিনে সবার প্রোফাইলে জাতীয় পতাকা দেখতে বেশ ভাল লাগবে। আর বিশ্ববাসী ও জানতে উৎসুক হবে :-) Main Post: আরেকটি বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে সময় এসেছে আরেকটি বিশ্ব রেকর্ড করার। রেকর্ড টা পতাকা নিয়ে। আগামী ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস।স্বাভাবিক ভাবেই ওই দিন আমরা সব জায়গায় আমাদের প্রিয় লাল সবুজের পতাকা লাগিয়ে থাকি।কিন্তু সোসাল সাইট গুলোতে পতাকা ও দিন টির প্রভাব তেমন একটা দেখা যায় না।তাই এবাবের দিনটি আমরা সবাই চেষ্টা করব সোসাল সাইট গুলোতেও দিন টির প্রভাব ফেলতে,সেই সাথে বিশ্বরেকর্ড গড়তে। তাই ওইদিনে আমারা প্রত্যকে facebook এবং whatsapp এ নিজ নিজ প্রোপাইল পিক বাংলাদেশের লাল সবুজের পতাকা দিব। তৈরি করব লাল সবুজের রেকর্ড, নীল ফেইসবুক এবং সবুজ হোয়াট্স অ্যাপ কে লাল সবুজে একীভূত করব। লাল সবুজের পতাকা লাখো শহীদের বিনিময়ে পাওয়া বিশ্ব জানবে আমাদেরকে কতোটা ভালবাসি এই দেশকে Love u BANGLADESH #সবাই_এটি_শেয়ার_করার_জন্য_ এবং_রেকর্ড_ গড়তে_সাহায্য_করার_ জন্য_একান্ত_অনুরোধ_জানাচ্ছি
Posted on: Sat, 29 Nov 2014 06:11:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015