»জেনে নিন উত্তরসহ সাধারণ - TopicsExpress



          

»জেনে নিন উত্তরসহ সাধারণ জ্ঞানের তথ্য... *জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ___‘ইউনিফেম। *রাশিয়ার আইনসভার নাম ___স্টেট ডুমা। * মোট নোবেল পুরষ্কার দেয়া হয়- ___৬টি বিষয়ে *কিয়োটা প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল- ___১৯৯৭ সালে। *সর্বপ্রথম জাতীয় পত্রিকার প্রচলন শুরু হয় ___ডেনমার্কে। *প্রথম মহিলাদেরকে ভোটাধিকার প্রদান করে- ___নিউজিল্যান্ড ৷ *মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল ___দজলা-ফোরাত নদীর তীরে। * গ্রেট মস্ক অব জেনি ___এশিয়া মহাদেশে অবস্থিত। * জাতীয় সংসদের ইংরেজী নাম- ___House of the Nation. * বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হল- ___সেন্টমার্টিন। * ভারতের ভেতরে বাংলাদেশের ___৫১টি ছিটমহল আছে। * বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি হলেন ___নাজমুন আরা সুলতানা। * কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে সর্বাধিক মাছের রেণু সংগ্রহ করা হয়- ___হালদা ৷ * বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে– ___নাফ নদী। ... আরো তথ্য পেতে লাইক দিয়ে এক্টিভ থাকুন.
Posted on: Sat, 20 Sep 2014 11:30:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015