জেনে নিন কোন কোন দেশে - TopicsExpress



          

জেনে নিন কোন কোন দেশে চ্যানেলগুলো সম্প্রচার করছে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 (শুরুতেই রেকর্ড করে ফেললো এবারের বিশ্বকাপ!!) শুরু হয়ে গেল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় আসর ICC World Cup Twenty 20 Bangladesh 2014. ভাবতেই ভালো লাগে যখন ভাবি ক্রিকেটের এরকম বড় একটা ইভেন্টের আয়োজক দেশ আমরা। বাংলাদেশ এবার ২য় বারের মত ক্রিকেটের এত বড় আসর এর আয়োজন করতে যাচ্ছে। গতবার বাংলাদেশ যৌথভাবে আয়োজক থাকলেও এবারের একমাত্র আয়োজক বাংলাদেশ যা আমাদের জন্য অনেক বেশি গর্বের অ আনন্দের। আপনাদের আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে এখন একটি সুখবর দিব। এবারের আসর শুরুর আগেই একটি রেকর্ড করে ফেলছে ICC World Cup Twenty 20 Bangladesh 2014. চলুন এবার জেনে নেওয়া যাক কি সেই রেকর্ড........ বিশ্বের জনসংখ্যা এখন ৭ শত কোটির কিছু বেশি। আর এবারের ICC World Cup Twenty 20 Bangladesh 2014 দেখবে প্রায় ১৮০ কোটি লোক। তার মানে বিশ্বে প্রতি ৪ জনের একজনকে ছুঁয়ে যাবে ছোট ক্রিকেটের রোমাঞ্চও! ICC এর কন টুর্নামেন্ট এর চেয়ে বেশি ব্যাপ্তি পায়নি এর আগে। ICC এর ওয়েবসাইট জানিয়েছে স্টার স্পোর্টস এর মাধ্যমে ২৯ টি চ্যানেল এ দেখানো হবে এই টুর্নামেন্ট। দেখা যাবে বিশ্বের ২২৩ টি দেশে। মোট ২০ টি ভাষায় দর্শকেরা উপভোগ করতে পাড়বেন। সম্প্রচারের দিক দিয়েও আছে আধুনিকতা। ২৮ টি ক্যামেরা ব্যাবহার করা হবে এই টুর্নামেন্টে, যার ৭ টি আলট্রা-মোশন। থাকবে অত্যাধুনিক স্পাইডারক্যাম, এল ই ডি স্ট্যাম্পসহ দারুন সব গ্রাফিক্স! এবার আসুন জেনে নেওয়া যাক কোন চ্যানেলগুলো খেলা দেখাবে তাদের উল্লেখযোগ্য তালিকা ও তাদের অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখার লিঙ্কঃ Bangladesh Television (BTV): প্রতিবারের মত এবারো বাংলাদেশে T20 World Cup সম্প্রচার করবে বিটিভি। তবে বিটিভিতে আজান, সংবাদ ইত্যাদি সম্প্রচার করে তাই খেলা দেখতে নিচের চ্যানেল গুলোর সাহায্য নিতে পারেন। Maasranga TV : Maasranga TV সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ সম্প্রচার করে বেশ প্রশংসা কুড়িয়েছিল। তখন থেকেই ঘোষণা দিয়ে আসছে Maasranga TV সম্প্রচার করবে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 . অনলাইনে Maasranga TV দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/maasranga-tv.html Gazi Television (GTV) : Gazi Television বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ সম্প্রছার করেছিল যে সিরিজে বাংলাদেশ ২য় বারের মত নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছিল। তাই Gazi Television বাংলাদেশ দলের জন্যে অনেকটা লাকিই বলা যায় :D । অনলাইনে Gazi Television দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/gazi-tv.html Sky Sports: ইংলান্ডে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে Sky Sports । অনলাইনে Sky Sports দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/sky-sports-1-hd.html Star Sports 1: ভারতে ইংরেজিতে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে Star Sports 1। অনলাইনে Star Sports 1 দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/star-sports-1.html Star Sports 3: ভারতে হিন্দিতে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে Star Sports 1। অনলাইনে Star Sports 3 দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/star-sports-3.html PTV Sports: পাকিস্তানে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে Star Sports 1। অনলাইনে PTV Sports দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/ptv-sports.html Willow Cricket: যারা অনলাইনে খেলা দেখে তাদের কাছে সুপরিচিত একটা চ্যানেল হল Willow Cricket HD. কম বিজ্ঞাপন ও ঝকঝকে ছবির কারনে এই চ্যানেলটি জনপ্রিয়তা পেয়েছে। আমেরিকাতে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে এই চ্যানেলটি। অনলাইনে Willow Cricket দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/willow-cricket-hd.html Ten Sports : অনলাইনে Ten Sports দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ crazyfansofcricket.blogspot/2014/03/ten-sports.html CNS : শ্রীলঙ্কা তে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে CNS। এ ছাড়াও বিভিন্ন দেশে যে চ্যানেলগুলো খেলা দেখাবেঃ Fiji TV: Pacific Islands - American Samoa, Cook Islands, Fiji, French Polynesia, Guam, Kiribati Islands, Marwill Islands, Micronesia, Nauru, New Caledonia, Niue, North Mariana Islands, Palau, Papua New Guinea, Solomon Islands Tokelau, Tonga, Tuvalu, Vanuatu, Wallis and Futuna Islands and Western Samoa.(21) SKY TV: New Zealand Fox Sports: Australia Star Cricket – Hitron: Papua New Guinea Star Cricket Starhub: Singapore Star Cricket - PCCW: Star Cricket - PCCW Star Cricket - PCCW: Hong Kong Star Cricket – SKY Cable: Philippines Astro: Malaysia & Brunei Doordarshan: India Nepal Television: Nepal Lemar TV : Afghanistan OSN SPORT CRICKET: Middle East & North Africa (Algeria, Egypt, Libya, Mauritania, Morocco, Sudan, Tunisia and Bahrain, Iran, Iraq, Israel, Jordan, Kuwait, Lebanon, Oman, Qatar, Saudi Arabia, Syria, United Arab Emirates, West Bank and Gaza, Western Sahara, Yemen) 22 SuperSport & SABC : Sub Saharan Africa & South Africa (list countries) Angola, Benin, Botswana, Burkina Faso, Burundi, Cameroon, Cape Verde, Central African Republic, Chad, Comoros Islands, Congo, Democratic Republic of Congo, Djibouti, Equatorial Guinea, Eritrea, Ethiopia, Gabon, Gambia, Ghana, Guinea, Guinea Bissau, Ivory Coast, Kenya, Lesotho, Liberia, Madagascar, Malawi, Mali, Mauritania, Mayotte, Mozambique, Namibia, Niger, Nigeria, Reunion, Rwanda, St Helena, Sao Tome and Principe, Senegal, Seychelles, Sierra Leone, Somalia, Swaziland, Tanzania, Togo, Uganda, Zambia, Zaire, Zimbabwe & South Africa. (50) ESPN: USA, Puerto Rico, Guam, St Pierre and Miquelon, the British Virgin Islands, the United States Virgin Islands, Mexico, Nicaragua and Panama; (9), Caribbean / South America / Central America (51) Antarctica, Argentina, Aruba, Ascension Island, Belize, Bolivia, Bonaire, Brazil, Chile, Colombia, Costa Rica, Curacao, Dominican Republic, Ecuador, El Salvador, Falkland Islands, French Guiana, Guatemala, Guyana, Honduras, Nicaragua, Panama, Paraguay, Peru, Suriname, Uruguay, Venezuela, Antigua & Barbuda, Bahamas, Barbados, Bermuda, Cayman Islands, Cuba, Dominica, Grenada, Guadeloupe, Haiti, Jamaica, Martinique, Saint Barthélemy, St. Kitts & Nevis, St. Lucia, Anguilla, Tortola, Montserrat, Saba, St. Eustatius, St. Maarten, St. Vincent and the Grenadines, Trinidad & Tobago, and Turks & Caicos Islands Euro Sports: Europe (excluding UK, Republic of Ireland, the Channel Islands, the Isle of Man), Cyprus, Greece, Italy, San Marino and Vatican City, Malta, Portugal, Azores and Madeira, Spain, Andorra, Turkey, Austria, Belgium, C.I.S, Denmark, Finland, France, Monaco, Germany, Iceland and Faroe Islands, Liechtenstein, Luxemburg, Netherlands, Norway, Sweden, Switzerland, Albania, Armenia, Azerbaijan, Belarus, Bosnia-Herzegovina, Bulgaria, Croatia, Czech Republic, Estonia, Georgia, Hungary, Kosovo, Kazakhstan, Latvia, Lithuania, Macedonia, Moldova, Montenegro, Poland, Romania, Russia, Serbia, Slovak Republic, Slovenia, Ukraine. (50) Sports Max: Caribbeans Sportsnet: Canada NRK: Norway উপরোক্ত চ্যানেল গুলির মাধ্যমে বিশ্বের প্রায় ১৮০ কোটি লোক খেলা দেখবে যার মধ্যে হয়ত আপনিও একজন। তো মেতে উঠুন ICC World Cup Twenty 20 Bangladesh 2014 এর আনন্দে!
Posted on: Sun, 16 Mar 2014 12:44:59 +0000

Trending Topics



v>

Recently Viewed Topics




© 2015