জেনে রাখা - TopicsExpress



          

জেনে রাখা দরকার: ইন্টারনেটে 2G‚3G, 3.5g, 3.9G কি? ► 2G = GSM (Global System for Mobile) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল ► 2.5G = GPRS (General Packet Radio Service) জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জিপিআরএস প্রতি সেকেন্ডে 56-114 kb ডাটা প্রদান করতে সক্ষম ► 2.75G = EDGE (Enhanced Data Rate for GSM Evolution) উন্নত ডাটা রেট GSM বিবর্তনের জন্য EDGE প্রতি সেকেন্ডে 400Kb পর্যন্ত ডাটা প্রদান করতে সক্ষম । ► 3G = (Third Generation) তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা । যা WCDMA-(UMTS) প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হয়, WCDMA= (Wideband Code Division Multiple Access) ওয়াইডব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস যার গতি EDGE চেয়ে কিছুটা বেশী ► 3.5G HSDPA হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস , এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 7.2 Mb ডাটা পাওয়া সম্ভব HSUPA (High Speed Uplink Packet Access) হাই স্পিড আপলিংক প্যাকেট এক্সেস HSUPA প্রতি সেকেন্ডে 5.8 Mb আপলোড স্পীড পাওয়া যায় । ► 3.75G HSPA (High Speed Packet Access) হাই স্পিড প্যাকেট এক্সেস HSPA প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 21থেকে 28 Mb স্পিড পাওয়া সম্ভব Lte ► 3.8G, 3.85G, 3.9G (Pre-4G) HSPA+ (Evolved High Speed Packet Access) প্রসূত হাই স্পিড প্যাকেট এক্সেস HSPA+ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 168mb পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব । ► 4G = (Fourth Generation) চতুর্থ প্রজন্ম LTE (Long Term Evolution) দীর্ঘ মেয়াদী বিবর্তন LTE প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 299.6 Mb পর্যন্ত গতি পাওয়া সম্ভব . আপনি যদি 3G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে 3g লেখা দেখাবে, আপনি যদি 3.5g বা 3.75G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে H লেখা দেখাবে, আর আপনি যদি 3.8G বা 3.9G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে H+ লেখা দেখাবে
Posted on: Wed, 02 Oct 2013 09:19:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015