জীবনটা খুব অদ্ভুত । - TopicsExpress



          

জীবনটা খুব অদ্ভুত । একজনকে আকড়ে বেঁচে থাকতে চেয়েছিলাম । আপ্রান চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারিনি । বহুবার অপমানিত হয়েও তাকে নিয়ে থাকতে চেয়েছি । নিয়তি আমাকে তা দেয় নি । অনেক কাল একাকি থেকে যখন কেউ আমাকে সঙ্গ দিতে চাইল তখন সে আবার ফিরতে চাইল । আবার আমার সাথে থাকতে চাইল । এখন আমি কি করি । পারছিনা ওকে মেনে নিতে, পারছিনা ধরে রাখতে । আল্লাহ, আমায় সাহায্য করুন ।
Posted on: Sat, 31 Aug 2013 15:20:25 +0000

Trending Topics



height:30px;"> for business interest,and/or product inquiries/ orders, leave

Recently Viewed Topics




© 2015