জীবনটা ব্যাপক - TopicsExpress



          

জীবনটা ব্যাপক সুন্দর হইতো যদি মিডিয়া প্লেয়ার এর মত PLAY , PAUSE , FAST FORWARD , REWIND, SKIP , VOLUME UP, VOLUME DOWN ইত্যাদি ইত্যাদি বাটন থাকতো !! যাবতীয় পরীক্ষার আগের রাইতে জীবন PAUSE কইরা দিতাম ... একমাত্র পড়া শেষ হইলে PLAY দিতাম !! দুঃখের টাইমগুলা FAST FORWARD কইরা দিতাম !! স্কুল লাইফ কিংবা ছোটবেলার ঝামেলাহীন সুন্দর মূহুর্তগুলা REWIND করতাম !! আর যাবতীয় গ্যাঞ্জাম SKIP করতাম !! বিয়ার পর বৌ ঝগড়া করলে কিংবা যাবতীয় মিথ্যাবাদী রাজনীতিবিদরা বক্তৃতা দেয়া শুরু করলে ডায়রেক্ট MUTE মেরে দিতাম !! স্বর্গের জীবন আর পৃথিবীর জীবন এর মনে হয় এটাই পার্থক্য ... স্বর্গে মনে হয় এই PLAY PAUSE এর রিমোট কন্ট্রোলটা আমাদের হাতে থাকে আর পৃথিবীর জীবনে এই রিমোট কন্ট্রোলটা থাকে সৃষ্টিকর্তার হাতে !! তবুও এই জীবন .... জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে !! ||…oNNo…||
Posted on: Mon, 22 Dec 2014 18:47:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015