**** জাভেদ ওমর-নাফিস ইকবাল - TopicsExpress



          

**** জাভেদ ওমর-নাফিস ইকবাল ম্যারাথন জুটি**** Bangladesh vs Zimbabuwe 2004-05 Test Series::::::: ১ম টেষ্ট জিতে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। ২য় টেষ্টের ৪র্থ দিনে লাঞ্চ বিরতির পর ২য় ইনিংসে ২৮৬ রান করে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে,৪র্থ ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ৩৭৪ রান ১৪৭ ওভারে।দুইটা টার্গেট ছিল বাংলাদেশের সামনে,৩৭৪ রান করে জয় অথবা ১৪৭ ওভার খেলে ম্যাচ ড্র। ৪র্থ ইনিংসে এত রান করা অথবা ১৪৭ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করা বাংলাদেশের জন্য অসম্ভব মনে হচ্ছিল। বাংলাদেশ ড্র করার দিকে নজর দেয়। ৪র্থ দিনে এখনও ৫৭ ওভার বাকি,বাংলাদেশের /আমার প্রথম টার্গেট ছিল ২ উইকেটের বেশি না হারিয়ে দিন শেষ করা,খুব বেশি হলে ৩ উইকেট।কিন্তু দিন শেষে যা হলো তা এক কথায় অপ্রত্যাশিত। জাভেদ ওমর এবং নাফিস ইকবাল ইনিংসের গোড়াপত্তন করতে এসে ৫৭ ওভার কাটিয়ে দেয় কোন উইকেট না হারিয়ে,৫৭ ওভারে রান ওঠেছিল মাএ ৯৮!!!!!!৫৭ ওভার পর বাংলাদেশের রান ৯৮....ভাবতেই অবাক লাগছে। ৫ম দিনের শুরু,২৭৬ রান লাগবে জিততে হলে,হাতে ১০ উইকেট।এখনও বাংলাদেশ হেরে যাবে এই আশংকা অনেকের ভেতর ছিল,কারনটা ৫ম দিনের উইকেট। নাফিস-জাভেদ ৫ম দিন শুরু করেন ঠিক যেভাবে ৪র্থ দিন শেষ করেছিল।অবশেষে ৮৩ ওভারে ম্যারাথন জুটিতে ১৩৩ রান তোলার পর আউট হন জাভেদ ওমর,আউট হওয়ার আগে ২৫৯ বলে ৪৩ রানের অসাধারন এক ম্যাচ সেবিং ইনিংস খেলেন তিনি,ইনিংসের দৈঘ্য ছিল ৩৪০ মিনিট। এরপর ছোট্ট একটা ধস নামে,অধিনায়ক বাসার ২ রান করে আউট,এর পর অলওয়েজ আনপ্রডিক্টেবল আশরাফুল ১ম ইনিংসে ৫ রান করার পর ২য় ইনিংসেও দলের বিপদের সময় ৩ রান করে আউট য়ে যান। এরপর অবস্য রাজিন সালেহ কে সাথে নিয়ে অবস্থা সামলে নেন নাফিস।এরই ফাকে তুলে নেন নিজের প্রথম হানড্রেড...যা ছিল এক কথায় অসাধারন। দিনের শেষ ভাগে এসে ৩৫৫ বলে ১২১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান।ইনিংসের দৈঘ্য ছিল ৪৭০ মিনিট।ততক্ষণে ম্যাচ বাঁচানো প্রায় নিশ্চিত। রাজিন সালেহ ও পাইলট ভাই মিলে বাকি কাজটুকু শেষ করেন। ১৪২!!!ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৮৫ রান করে ম্যাচ ড্র করে এবং ১-০ তে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। Post Courtesy: Rupak Mozumder
Posted on: Thu, 05 Dec 2013 04:37:05 +0000

Recently Viewed Topics




© 2015