জামাতি ভাইয়েরা একটু বল - TopicsExpress



          

জামাতি ভাইয়েরা একটু বল দেখি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি থেকে নিয়ে, ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিতে জামাতিদেরকে কী কারনে নেয়া হচ্ছেনা ? ইসলামী আন্দোলন বাংলাদেশ তো অনেকেই বাংলাদেশের বিভিন্ন শহরের হেফাজতের কমিটিতে এখনো কোন, না, কোন, দ্বায়িত্বে আছে। হেফাজত কী(জামাত) তোমাদেরকে বন্ধু মনে করে? নাকি তোমরা হেফাজতের বন্ধু হওয়ার চেষ্টা করতেছো ? কোনোটাই নয়, সেটা ভালো করেই সবাই জানে। কিন্তু তোমরা জামাতিরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলামের ইমেজকে ডেমেজ করার জন্য একবার হেফাজতের বন্ধু সাজ, আবার নিজেদের সার্থে আঘাত আসলে হেফাজতকে ও পাঁচ আঙ্গুল দেখাতে দ্বিধা বোধ করনা। তোমরা মওদূদীর মুরিদেরা(লা এলা হা-উলায়ে, ওলা এলা হা-উলায়ে) তোমাদের বহুরুপি নীতি জন্ম লগ্ন থেকেই আমরা দেখে আসতেছি। তোমাদের নেতা সাঈদী সাহেব, যে আলেম ওলামাদের নিয়ে প্রথমে দল গঠন করার জন্য ওয়াদা বদ্ধ হয়ে, রগ কাটা আর গুলির ভয়ে অথবা অন্য কোনো লোভনীয় অফারের কারনে পিছন থেকে পালিয়ে যায় তোমরাই সেই জাতি। আওয়ামীলীগ তো সরাসরি ইসলাম ধ্বংসে লিপ্ত, আর তোমরা ঘর কাটা ইদুরের মত ইসলাম ধর্মকে কেটে টুকরো টুকরো করে দেয়ার আয়জনে ব্যস্ত। তোমরা নামে মাত্র একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, কোরআন হাদীসের মন গড়া বেক্ষা করে, মূলত ইসলামেরই বারোটা বাজাচ্ছ, কিন্তু কেন ? মনে রাখবে তোমাদের এই মিশন কখনো সফল হবেনা, কোন অপকৌশল ও কুটকৌশলের উপর নির্ভরশীল হওনা কেন, কখনো সফল হতে পারবেনা। একদিন তোমরা ধংস হবেই হবে (ইনশা-আল্লাহ) Asaduzzam­an Khokon
Posted on: Tue, 24 Sep 2013 13:59:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015