জোলাবাতি শব্দটির সাথে - TopicsExpress



          

জোলাবাতি শব্দটির সাথে কারও পরিচয় আছে? এটি আমাদের অঞ্চলের একটি জনপ্রিয় শব্দ ছিল। দিনে দিনে শব্দটির জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। এখন ডিজিটাল যুগ। গ্রামের মানুষগুলো শহরমুখো হওয়ায় আঞ্চলিক ভাষা ও শব্দ ক্রমে হারিয়ে যেতে বসেছে। যাই হোক, জোলাবাতি বনভোজনের ছোট ভাই। মানে বাড়িতে কিংবা পাড়ায়-মহল্লায় বন্ধুবান্ধব মিলে ছোটখাট যে আয়োজন, তাই জোলাভাতি। কেউ কেউ এটাকে চড়ুইভাতিও বলে। শিশুবেলায় আমরা চাচাত-জ্যাঠাত ভাইবোন মিলে ঘর থেকে চাউল-ডাল সংগ্রহ করে নিজেদের ব্যবস্থাপনায় রান্না-বান্না করে আনন্দ করতাম জোলাবাতির নামে। এখন গ্রামে গঞ্জে এই জাতীয় আয়োজন খুব একটা চোখে পড়ে না। জোলাভাতি>চড়ুইভাতি>বনভোজন> পিকনিক শব্দগুলো সম্পূরক শব্দ। ইংরেজি অভিধানে পিকনিক এর ব্যাখ্যা দেওয়া আছে, Picnic (v.) Formerly, an entertainment at which each person contributed some dish to a common table; now, an excursion or pleasure party in which the members partake of a collation or repast (usually in the open air, and from food carried by themselves).
Posted on: Mon, 01 Dec 2014 14:45:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015