জেল হত্যা, নতূন - TopicsExpress



          

জেল হত্যা, নতূন প্রজন্মের যে ইতিহাস না জানা পাপ !!! আমি কিছু বলার আগেই প্রেসিডেন্ট জানতে চান আমি পরিষ্কার ভাবে মেজর রশিদের নির্দেশ বুঝতে পেরেছি কিনা! আমি ইতিবাচক জবাব দিলে তিনি আমাকে তা পালন করার আদেশ দেন........................................... আমি প্রেসিডেন্ট-কে বন্দীদের গুলি করার ইচ্ছার কথা জানালে প্রেসিডেন্ট জবাব দেন যে - “ ১৯৭৫-এর নভেম্বরের জেলহত্যা সম্পর্কে, তৎকালীন আইজি প্রিজন নুরুজ্জামান ঘটনার একদিন পর ৫ নভেম্বর যা বলেছে, তাই হবে”...........নীচে সম্পূর্ণটাই পড়ুন!!! .........বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন অস্থায়ী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীসহ ৪ জন অন্যতম রূপকার ১/জনাব তাজউদ্দীন আহমেদ ২/ জনাব মনসুর আলী, ৩/ জনাব সৈয়দ নজরুল এবং ৪/ জনাব কামরুজ্জামান ১৯৭৫ সালের ৪-নভেম্বর ভোরবেলা ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে নিহত হন!!! ...............যুদ্ধকালীন সময়ে স্বাধীনতার প্রশ্নে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রী খন্দকার মোস্তাক ছিলেন বরাবরই সবাধীনতা বিরোধী, ডানপন্থী এবং অ্যামেরিকাপন্থী! যুদ্ধের গোটা নয় মাসই তিনি চেষ্টা চালিয়েছিলেন পাকিস্তানের অখন্ডতা টিকিয়ে রাখতে। মুজিবের জীবন রক্ষার্থে তিনি স্বাধীনতার দাবী থেকেও পিছিয়ে আসেন! পক্ষান্তরে তাজউদ্দীন আহমেদ ছিলেন কট্টর ভারতপন্থী এবং যেকোন মূল্যে স্বাধীনতা অর্জনের পক্ষপাতি। এমনকি তাতে মুজিবের জীবন ঝুঁকির মধ্যে পড়লেও!! দেখুন লিঙ্ক-. https://facebook/ photo.php?fbid=852919691409677&set=a.503164543051862.119174.100000749625200&type=3&theater তাজউদ্দীন আহমেদ পরবর্তীতে খন্দকার মোস্তাকের কর্মকাণ্ড জানতে পেরে তাকে তার পদ থেকে সরিয়ে দেন!!! যুদ্ধের ডামাডোলের মাঝে মোস্তাক এই অপমান হজম করে নিলেও তার প্রতিহিংসার চরম প্রকাশ ঘটে জেল হত্যায়!! নীচে বাঁ দিকের ইমেজ-এ জেল হত্যার উপর ততকালীন আইজি প্রিজন এর প্রতিবেদনটি পড়ূন। জানুন আওয়ামীলীগের কুৎসিত,প্রতিহিং সা পরায়ন রাজনীতির চাক্ষুষ সাক্ষী একজন আইজি প্রিজনের পেশ করা ভয়ঙ্কর প্রতিবেদনঃ- আর ডান দিকের ইমেজ-এ দেখুন- ১০ই নভেম্বর ১৯৭৫ মার্কিন রাষ্ট্রদূত বোস্টার এর পাঠানো টেলিগ্রাম এর জেল হত্যা বর্ণনার অংশটুকু! যেখানে পরিষ্কার ভাবে বলা আছে, এই ৪ নেতাকে হত্যার কারন হচ্ছে বাংলাদেশে পুনরায় প্রো-ইন্ডিয়ান সরকারের আসার পথ বন্ধ করা!!
Posted on: Tue, 04 Nov 2014 01:48:41 +0000

Trending Topics




© 2015