জিহাদ কাকে বলে? প্রকৃত - TopicsExpress



          

জিহাদ কাকে বলে? প্রকৃত জিহাদ কোনটি? আমরা কি জিহাদের হক্ব আদায় করতে পেরেছি? আইম্মায়ে কেরাম ও ফকীহগন এবং ইমামে আযম,শাফেয়ী ও হাম্বলী (রঃ) সাহাবাদের ন্যায় জিহাদের সংজ্ঞা এরূপ লিখেছেন যে,সর্বক্ষেত্রে কাফেরদের বিরুদ্ধে সর্বোত্তম চেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ।এখানে প্রচেষ্টা দ্বারা তা উদ্দেশ্য নয় যে,শূণ্য হাতে মোকাবেলা করা অথবা শুধু আদর্শ দ্বারা জিহাদ করা।বরং স্বশস্ত্র অবস্থায় সাধ্যানুযায়ী শক্তি ব্যয় করা এবং মুজাহিদদের সর্বতোভাবে সাহায্য করাই হচ্ছে এরলক্ষ্য এবংতাকেই জিহাদ বলে।সুতরাং কেহ যদি দাওয়াত দিয়ে বা লেখালেখি এরূপ কোন কাজ করে বলেন যে,জিহাদের হক্ব আদায় হয়ে গিয়েছে,তবে অবশ্যই তিনি চরম ভুল করবেন।কেননা, মদীনা মুনাওয়ারায় যখন হাইয়া আলাল জিহাদ বলে রব উঠতো,তখন কোন সাহাবী ডায়রী নিয়ে লিখতে বসেননি।তারপরও কোন পণ্ডিত কি বলবেন যে,pen is mighter then the sword.অর্থাৎ কলম তরবারী অপেক্ষা বেশী শক্তাশালী।বাস্তবে যদি তাই হতো,তাহলে তখনও অনেক সাহিত্যিক সাহাবা মদিনায় বিদ্যমান ছিলেন তারা তাদের লেখালেখির পরিবর্তে শাহাদাতের অভিলাষে ঝাপিয়ে পড়তেননা।অতএব শুধু চেষ্টা,সাধনা,লেখপড়া ইত্যাদি দ্বারা প্রকৃতপক্ষে জিহদের হক আদায় হতে পারেনা।
Posted on: Sun, 25 Jan 2015 11:48:44 +0000

Recently Viewed Topics




© 2015