#জাহেদ_আহমেদ। বদরের - TopicsExpress



          

#জাহেদ_আহমেদ। বদরের যুদ্ধের শহীদদের পরিচয় ------------------------------------------------- বদরের যুদ্ধ হল ইসলামের অস্তিত্ব রক্ষাকারী প্রথম যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানরা অসাধারণ বিজয় লাভ করেন এবং কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হন। এ যুদ্ধে মুসলমানদের মধ্যে সর্ব মোট ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেন। তার মধ্যে ৬ জন মোহাজের (মক্কা থেকে মদীনায় হিজরতকারী) এবং ৮ জন আনসার (মদীনায় মক্কার মোহাজেরদেরকে সাহায্যকারী) সাহাবী। মুসলমানদের কেউ বন্দী হননি। অপরদিকে কাফেরদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়। সব মিলে ১৪০ জন। বদরের যুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, তাদের পরিচয় হলঃ ১. হযরত ওবায়দা ইবনে হারিছ (রাঃ) - মোহাজের। ২. হযরত ওমায়ের ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) - মোহাজের। ৩. হযরত যুশ-শিমালাইন (রাঃ) - মোহাজের। ৪. হযরত আকিল ইবনে বুকাইল (রাঃ) - মোহাজের। ৫. হযরত মাহজা ইবনে সালেহ (রাঃ)- মোহাজের। তিনি ছিলেন হযরত ওমর (রাঃ) এর আযাদকৃত ক্রীতদাস। ৬. হযরত সাফওয়ান ইবনে বায়দা (রাঃ) - মোহাজের। ৭. হযরত সাদ ইবনে খায়সামা (রাঃ) - আনসার। ৮. হযরত মুবাশ্বর ইবনে আবদুল মুনযির (রাঃ) - আনসার। ৯. হযরত ওমায়ের ইবনে হুমাম (রাঃ) - আনসার। ১০. হযরত ইয়াযিদ ইবনে হারিছ (রাঃ) - আনসার। ১১. হযরত রাফি ইবনে মুয়াল্লাহ (রাঃ) - আনসার। ১২. হযরত হারিছা ইবনে সুরাকা (রাঃ) - আনসার। ১৩. হযরত আওফ ইবনে হারিছ (রাঃ) - আনসার। ১৪. হযরত মুআওবিয ইবনে হারিছ (রাঃ) - আনসার। তথ্যসূত্রঃ ১. মহানবীঃ ডঃ ওসমান গণি, মল্লিক ব্রাদার্স, কলিকাতা, ১৯৮৮, পৃঃ ২২৫-২৩৯. ২. সীরাতে ইবনে হিশাম, পৃঃ ১৫৯. ৩. এক নজরে সীরাতুন্নবী পৃঃ২০. ৪. সীরাতুল মোস্তাফা (প্রথম খণ্ড)- ইদরীস কান্দলভী, পৃঃ ৬১৬-৬১৯. ৫. muhammad: Seal of the Prophet: Muhammad Zafrullah Khan.
Posted on: Wed, 02 Oct 2013 06:53:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015