জন হাওয়ার্ড তখন - TopicsExpress



          

জন হাওয়ার্ড তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। গাড়ী করে কোথাও যাবেন। নিয়ম হোলো গাড়ী স্টার্ট দিয়ে চলা শুরু করার আগেই ড্রাইভারসহ সব যাত্রীকে সীট-বেল্ট পড়তে হবে। তার গাড়ী চলা শুরু করেছিলো কিন্তু তিনি সীট-বেল্ট লাগান নি, লাগাচ্ছিলেন। এক পুলিস গাড়ী থামিয়ে প্রধানমন্ত্রীকে ফাইন ধরিয়ে দেয়। জন হাওয়ার্ড শুধু ফাইনই দেন নি, কর্তব্যে ছাড় না দেয়ার জন্য পুলিসকে অভিনন্দিতও করেছিলেন। ভাবছেন বাংলাদেশী কোনো মন্ত্রী-প্রধানমন্ত্রী একাজ করবে বলে আশা করছি? না ভাই। ওনলি থিং আই স্মোক ইজ টোব্যাকো। আমাদের হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান বঙ্গবন্ধু সেতু পার হতে চান টোল ছাড়া। এপারে বলা হয় যে দুটো গাড়ীর টোল একসাথে দেয়া হবে কিন্তু গেট খুলে গেলে দুটো গাড়ীই পগাড়পার। ওপারে আটকানো হয় তাদের। টোল দিলেন কিন্তু টোলকর্মীকে হাইকোর্টও চিনিয়ে দিলেন বিচারপতি। লে হালুয়া। টোল-কর্মী হলেন গ্রেপ্তার (রিমান্ডে নিলে কেমন হয়? অবশ্যই জনস্বার্থে - আমরা তো আবার পায়খানাও করি কেবল জনস্বার্থে) এটা হোলো আমাদের পলিটিশিয়ান না, বিচারপতিদের স্ট্যান্ডার্ড।
Posted on: Thu, 20 Jun 2013 15:25:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015