জসীমউদ্দীন জসীমউদ্দীন - TopicsExpress



          

জসীমউদ্দীন জসীমউদ্দীন (পুরো নাম জসীমউদ্দীন মোল্লা) একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য অবদান। তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়। (উৎসঃ উইকিপিডিয়া) Jasimauddina Jasimauddina ( full name jasimauddina Molla ), a renowned Bengali poet . He was known as the Resort . He was buried in Bengali literature, a unique contribution to the poem . The first in February 1903 , was born in Faridpur district tambulakhana . Jasimauddina Faridpur Welfare School , and the instructions from the school in Faridpur district . In his entrance examinations from 19 1 are valid . B. from the University of Calcutta . The . And M . The . In the end , respectively, 19 and 9 and 1931 . In 1933 he was admitted to the Calcutta University ramatanu lahiri research assistant positions . In 1938 he joined the University as a lecturer in Bengali . In 1969, Rabindra Bharati University kabike index de lita upadhite awarded the honor . He died on 13 March 1976 in In . After he was buried in his home village bimalaguhe . ( Utsah Wikipedia
Posted on: Thu, 12 Sep 2013 07:37:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015