জুলিয়েটের বিদেশ ভ্রমণ - TopicsExpress



          

জুলিয়েটের বিদেশ ভ্রমণ (১ম) ঘুম হইতে উঠিয়া দেখিলাম জুলিয়েটের ১২ খান মিসড কল!!! খাইছে আমারে, এই মেয়ে আজ আমার উপর সিডর চালাইবে. তাই আর দেরি না করিয়া দোকান হইতে এক ডজন প্রাণ হজম ক্যান্ডি নিয়া আসিলাম. তারপর জুলিয়েট কে ফোন দিলাম. জুলিয়েট আমায় ইচ্ছা মত ঝাঁড়িতে লাগিল. আর আমি এই সব ঝাঁড়ি হজম করিবার জন্য একটার পর একটা হজম ক্যান্ডি গিলিতে লাগিলাম. আর মনে মনে বলিতে লাগিলাম, বালিকা, এক মাঘে শীত যায় না... অতঃপর জুলিয়েট কে কহিলাম, -কেন ফোন দিছিলা বল?? : পরশু আমি আব্বু আর আম্মু আমেরিকায় ঘুরতে যাব. - মানুষে এমন সময় সৌদিআরব যায় হজ্জ্ব করতে, আর তোমরা যাবা আমেরিকায়!!! : এত কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে দেখা কর. তারপর আমি গেলাম জুলিয়েটের সহিত দেখা করিতে. আসছি ডেটিংএ জুলিয়েট আমার সহিত কিছু রোমান্টিক কথা বলিবে, তা না সে তার আমেরিকা যাবার প্ল্যানিং এর গল্প বলিতেছে. অনিচ্ছা স্বত্তেও আমি জুলিয়েটের কথায় কর্ণপাত করিবার চেষ্টা করিতে লাগিলাম. এক পর্যায়ে জুলিয়েট কহিল, : আমরা এই ট্যুরে আমেরিকার বেশ কয়েকটা জায়গায় ঘুরব. - কোথায় কোথায় ঘুরবা?? : প্রথমে যাব আইফেল টাওয়ারে, তারপর সিডনি ওপেরা হাউজে. অতঃপর হোয়াইট হাউজে, তারপর গ্রিনীচ মান মন্দিরে. আরো ঘুরব বুর্জ খলিফায়. আমি অবাক নয়নে জুলিয়েটের পানে চাহিয়া রহিলাম!!! যা বাবা এই মেয়ে আমেরিকা ভ্রমণে যাচ্ছে নাকি বিশ্বভ্রমণে!!! মেজাজটা গেল গরম হইয়া... কহিলাম, - টুইন টাওয়ার দেখতে যাবা না?? : আরে হুম, অবশ্যই, এইটা দেখার জন্যই তো আমেরিকা যাচ্ছি. বুঝেন অবস্থাটা কুয়ালালামপুরের টুইন টাওয়ার দেখিতে যাইতেছে আমেরিকায়!!! মেজাজটা চরম বিগড়িয়ে গেল. কহিলাম, - এইবারের বই মেলায় আমি একটা বই বের করব. : কি বই?? - বাংলাদেশ ভ্রমণ : বাংলাদেশের কোন কোন জায়গার কথা থাকবে এই বইটায়??? - সিলেটের টেমস নদী, বান্দরবনের মাউন্টেন এভারেস্ট, চট্র গ্রামের প্রশান্ত মহাসাগর, সুন্দরবনের ডাইনোসর, বগুড়ার পিরামিড, মধুপুরের মহাবন আমাজন এইগুলোই... : তুমি কি আমার সাথে মজা নিতেছ??? - শুরুটা করছে কে?? : মানে?? - মানে, তুমি যাচ্ছ আমেরিকায় আর ঘুরবা আইফেল টাওয়ার যেটা কিনা ফ্রান্সে, সিডনি অপেরা হাউজ অষ্ট্রেলিয়াতে, তুমি যাবা মান মন্দির যেটা কিনা ইংল্যান্ডে, বুর্জ খলিফা দুবাইতে আর টুইন টাওয়ার যেটার জন্য তুমি আমেরিকা যাচ্ছ সেটা কুয়ালালামপুরে... এহেন কথা শুনিয়া জুলিয়েট জিহ্বায় কামড় দিয়া কহিল, : আসলে ভ্রমণ নিয়ে খুব উত্তেজিত হয়ে গেছি তো, তাই আবেগে আবল-তাবল বলে ফেলছি. - সিকান্দার বক্সের সাথে তোমাকে নিয়ে আলাপ করা উচিত. : কেন?? - কারণ সিকান্দার বক্সের পরবর্তী সিক্যুয়েলে তোমাকে নায়িকা বানানো উচিত, একজন আবেগে কাঁদবে আর আরেক জন আবেগে আষাঢ়ে গল্প বলবে what a combination.. তুমি কিন্তু বেশি করতেছ, এই বলিয়া জুলিয়েট আমার সহিত অভিমান করিয়া বিড়বিড় করিতে করিতে চলিয়া যাইতে লাগিল. আসলে অভিমানের আড়ালে অপমান লুকাইয়া ছিল. আমি তাহাকে পিছন হইতে ডাক দিয়া দুইটা হজম ক্যান্ডি দিয়া কহিলাম, চুষতে চুষতে বাড়ি যাও অপমান হজম হয়ে যাবে ... অতঃপর জুলিয়েট কটমট দৃষ্টিতে কাঁচা খেয়ে ফেলব ভাব নিয়া আমার পানে কতক্ষণ চাহিয়া থাকিয়া চলিয়া গেল.... HR3DOY
Posted on: Sat, 27 Sep 2014 16:58:23 +0000

Trending Topics



om/This-pair-of-small-eyes-Help-in-saying-big-things-Love-not-topic-3282019865606">This pair of small eyes, Help in saying big things, Love not

Recently Viewed Topics




© 2015