জুলভার্ন আমার প্রিয় - TopicsExpress



          

জুলভার্ন আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। সেই ছোট বেলায় আমি তার একটা বই পড়েছিলাম। গল্পটি পড়ে মুগ্ধ হয়েছিলাম। আমি অবাক হয়েছিলাম এই লেখকটির লেখার কৌসল দেখে। পরে তার অনেক গুলো গল্পই পড়েছি। তার গল্পগুলো পড়ে মনে হয় যে তিনি আসলে লেখক নন! তিনি ট. আ. এডিসন, নিউটন, আইনস্টাইন এর মত একজন বিজ্ঞানী। সক্রেটিস, হোমার এর মতি একজন দার্শনিক। আবার ভাস্কো-দা-গামা, কলম্বাসের মত একজন ভূ-খন্ড আবিস্কারক। তবে আসলে তিনি এগুলোর কিছুই ছিলেন না। তিনি ছিলেন একজন আইনবিদ এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ লেখক। আমি তার বই নেটে অনেক খুজেছি। কিন্তু এত দিন পাই। তবে আজ ”জুলভার্ন রচনা সমগ্র” একটা বই পেয়েছি। চাইলে আপনারাও পড়ে দেখতে পারেন। লিংক- boirboi.blogspot/search/label/Joule%20Verne
Posted on: Thu, 29 Aug 2013 11:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015