টাই কি সত্যি - TopicsExpress



          

টাই কি সত্যি খ্রিষ্টানদের প্রতীক? :নিরপেক্ষ পর্যালোচনা ও বিশ্লেষণ ১/#এত বিষয় থাকতে টাই কেন লিখতে গেলাম? # কয়েকদিন আগে জাকির নায়েক আর টাই নিয়ে গঠনমূলক একটা স্ট্যাটাস দেই স্ট্যাটাস টি নিচের উল্লেখ করলাম কোরআন বা সহীহ হাদিস এর কোথাও এবং বাইবেল এর কোথাও এরুপ কোন কথা নেই যে ‘টাই’ খ্রিস্টানদের প্রতীক। এমনকি খ্রিস্টানদের পাদ্রীরাও (ফাদার) ‘টাই’ পরিধান করে না। এতেই স্পষ্ট যে, ‘টাই’ খ্রিস্টানদের প্রতীক না। এছাড়াও ডাঃ যাকির নায়েক নিজেই বলেছেনঃ “কেও যদি প্রমান করতে পারেন যে ‘টাই’ খ্রিস্টানদের প্রতীক তাহলে আজকেই আমি ‘টাই’ পরা বন্ধ করে দিব” আর ‘টাই’ কে সোজা করে ধরে দেখুন ‘টাই’ ক্রুস এর মত নয়ে বরং সোজা লাঠির মত। কিন্তু একটি পাঞ্জাবী বা জুব্বা সোজা করে ধরে দেখুন এটি ক্রুস এর মত। তাই বলে কি পাঞ্জাবী বা জুব্বা পরা হারাম? না, কখনোই না। December 6 at 4:28pm · এই স্ট্যাটাসে আমি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে বলি পারলে প্রমাণ করেন যে টাই খ্রিষ্টান দের প্রতীক এ দাবীর পক্ষে কেউ কোন প্রমান দিতে পারেনি বরং উল্টো একজন আমাকে প্রশ্ন করেন তাহলে কি ভাই ইসলামি পোশাক আরেকজন প্রশ্ন করেন মনে হয় ভাই সুন্নতি পোশাক আরেকজন এক কথায় বলেন টাই পড়া যাবেনা! আমি ভাবলাম একচেটিয়া আর একগুঁয়েভাবে মন্তব্য করা খুব সহজ আর অল্প সময়ই তা সম্ভব কিন্ত একটা বিষয়ে পড়াশোনা করে মন্তব্য করাটা একটু সময় সাপেক্ষ যে কষ্ট টা আমার বন্ধুরা করেছেন না আর গুগল মামা ও পর্যাপ্ত পরিমান তথ্যসহ কোন প্রবন্ধ বা ফিচার দিতে পারলনা যার ফলে আমিই উদ্দ্যোগ নিলাম দেখি পারি কিনা কিন্ত সময়ের অভাবে হয়তো একসাথে পারবনা তাই কয়েক পর্বে লিখার সিদ্ধান্ত নিলাম আজ তার প্রথম পর্ব ১/-প্রচলিত অর্থে টাই আসলে কেন ও কখন পড়া হয় ইংরেজিতে Grade থেকে Graduate শব্দের উৎপত্তি, যার অর্থ হল ‘মানসম্মত’। সে অনুসারে যে ব্যক্তি ডিগ্রী পাস করবে, সে রাষ্ট্রের একটি মানসম্মত অবস্থানে পৌঁছুবে, যাকে বাহ্যিক ভাবে নেক টাই পরিহিত অবস্থায় দেখেই চেনা যাবে। এই ছিল নেক টাইয়ের মুল রহস্য। বর্তমানে টাই হল আন্তর্জাতিক মানের একাডেমিক শিক্ষা সনদের বাহ্যিক প্রকাশ। ইংরেজ-গন যখন এ দেশে শিক্ষা ব্যবস্থা চালু করেন, তখন থেকেই আমাদের উপমহাদেশে তাদের সকল পদ্ধতি অনুসরণ চলতে থাকে। আর তাদের শিক্ষার সনদের অনুসরনেই টাই ব্যবহার শুরু হয়; যদিও বর্তমানে টাই যেখানে- সেখানে ব্যবহার করা হচ্ছে। ডিগ্রী বা গ্র্যাজুয়েটের নিচে শিক্ষা অর্জন কারী ব্যক্তি কখনোই টাই পড়ার অধিকার রাখে না। যদিও বর্তমানে বাসার বা অফিসের দারোয়ানকেও টাই পড়া অবস্থায় দেখা যায়। এর পিছনে মূল কারণ হল, কিছু লোক হটাৎ করে অর্থের মালিক হয়ে কোট-টাই ব্যবহার করা শুরু করে দেয়। তারা মনে করে যে, অর্থশালী হলেই কোট-টাই পরা লাগে, তাই স্ট্যাটাস মেইনটেন করতে টাই পরে। যেহেতু মালিকই জানে না টাইয়ের মর্যাদা, কাজেই তার গেটের দারোয়ান টাই পরলে দোষের কি? যাদের এ বিষয় গুলো নিয়ে বাদী হওয়ার কথা, তাদের চাকুরী দাতা বা মালিকই টাইয়ের যোগ্য না হয়েই টাই পরে, তাহলে সে জিজ্ঞাসা করবে কাকে? যার ফলে টাইয়ের ব্যবহার আজ যত্র- তত্র। ২/-টাইয়ের ইতিহাস বা উৎপত্তি নেকটাই বা গলাবন্ধনী, যাকে আমরা বলি টাই। টাই কী? একটি লম্বা ও সরু কাপড় মাত্র। যা গলায় বেঁধে ঝুলিয়ে দিলে একজন পুরুষ হয়ে উঠে আরও আকর্ষণীয়। একটি টাই একজন পুরুষকে দিতে পারে এক্সিকিউটিভ লুক। বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোতে নেকটাই বা গলাবন্ধনীর ব্যাপক প্রচলন রয়েছে। এসব দেশে প্রতিদিনের দাফতরিক কাজ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্যও রয়েছে বিশেষ ধরনের টাই। তাহলে এবার দেখা যাক কীভাবে ছোট এই টুকরা কাপড়টি পুরুষ জাতির গলায় উড়ে এসে জুড়ে বসল। ঐতিহাসিকরা মনে করেন, পৃথিবীতে নেকটাইয়ের ব্যবহার শুরু হয়েছিল সম্ভবত ২২১ খ্রিস্ট পূর্বাব্দে। চীন দেশের প্রথম সম্রাট শি হুয়াং তাইয়ের শাসন আমলে নেকটাই ব্যবহারের কিছু প্রমাণ পাওয়া যায়। শি হুয়াং তাই ছিলেন একজন প্রতাপশালী সম্রাট। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতাপশালী এই সম্রাটের মধ্যে মৃত্যুভয় প্রবলভাবে কাজ করতে থাকে। অমরত্ব লাভের আশায় প্রতিনিয়ত তিনি সেবন করতেন জুড়িবুটি। কিন্তু বার্ধক্যকে ঠেকাতে পারেননি। তাই একদিন তার মন্ত্রিপরিষদকে আদেশ করেন তাকে যদি মরতেই হয় তবে তার সৈন্য-সামন্তসহই যেন তাকে সমাধিস্থ করা হয়। এতে চিন্তিত হয়ে পড়ে সম্রাটের মন্ত্রিপরিষদ। অবশেষে চিন্তা- ভাবনা করে সম্রাটকে তারা রাজি করান এই শর্তে যে, সম্রাটের মৃত্যুর পর তার সব সৈন্যকে পূর্ণাকার মূর্তি তৈরি করে তার সঙ্গে সমাধিস্থ করা হবে। সেই অনুযায়ী মৃত্যুর পর সম্রাটকে রাজধানী জিয়ান শহরের কাছাকাছি সমাধিস্থ করা হয়। বিস্ময়কর এই মৃত্যুতে সম্রাটের সঙ্গে সমাধিস্থ করা হয় ৭ হাজার ৫০০ পূর্ণাকার মূর্তি এবং প্রতিটি মূর্তিই ছিল একটি আরেকটি থেকে ভিন্ন। যে মূর্তিগুলো টেরাকোটা আর্মি বা পোড়ামাটি সেনা নামে পরিচিত। উল্লেখ্য, যেসব সৈন্যের মূর্তি সমাধিস্থ করা হয়েছিল তাদের প্রত্যেকের ইউনিফর্ম বা পোশাকে ছিল গলাবন্ধনী। যদিও সেই সময় টাই বাঁধা হতো আজকের দিনে গলায় মাফলার পরার মতো। অষ্টাদশ শতাব্দীতে এসে গলাবন্ধনীতে গিঁট বাঁধার প্রচলন হয়। প্রাচীনকাল থেকেই মানুষ গলাবন্ধনী বা স্কার্ফ বিভিন্ন ঢঙে এবং নকশায় পরিধান করে আসছে কখনও তাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে অথবা নিজেদের বিত্তশালী হিসেবে আলাদা করে দেখাতে। এমনকি শীত থেকে রক্ষা পেতে অথবা শরীরের ঘাম শুকিয়ে নেওয়ার কাজেও গলাবন্ধনী ব্যবহার করা হতো। কিন্তু আধুনিক এবং অলঙ্কৃত গলাবন্ধনীর প্রবর্তন হয় সম্ভবত ১৬৫০ খ্রিস্টাব্দে, ক্রোয়েশীয়রা তখন টাইয়ের আদলে স্কার্ফ ব্যবহার করত, যা ছিল তাদের সেনাবাহিনীর সদস্যদেরও পোশাকের একটি অংশ। গলাবন্ধনীকে ক্রোয়েশীয় ভাষায় বলা হতো ক্রাভাট। ফ্রান্সের রাজা লুইসের (১৪) সময়কালে এই ক্রাভাট ব্যবহৃত হতো রাজা লুইসের আদালত কার্যালয়ে। এর ফরাসি নাম ছিল লা ক্রাভাট।১৯২৪ সালে জেসি ল্যাংসডোর্ফ নামে একজন আমেরিকান দর্জি টাইয়ের একটি পরিপূর্ণ রূপ দেন এবং তার ডিজাইন পেটেন্ট করিয়ে রাখেন। তখন বেশি মাত্রায় চওড়া টাইয়ের ব্যবহার হতো। পরবর্তীকালে ১৯৫০ সাল পর্যন্ত একটি প্রবাদ প্রচলিত ছিল, একজন মানুষ টাই পরিধান না করলে তাকে পরিপূর্ণ পুরুষ মনে হয় না। পাশাপাশি টাইয়ের নকশাতেও পরিবর্তন আসে। শুরু হয় সরু এবং পাতলা টাইয়ের ব্যবহার। ১৯৭০ সালে এলভিস প্রিসলি তার কালো রঙের টাই পরিত্যাগ করে জমকালো রঙ এবং অলঙ্কৃত টাই পরা শুরু করেন। আশির দশকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তার সময়কালের বেশিরভাগটাই উইন্ডসর টাই পরেছেন। ১৯৯৮ সালে বিল ক্লিনটনের টাই খুব আলোচিত হয়েছিলএ কারণ, টাইটি ছিল মনিকা লিউনস্কির পক্ষ থেকে ক্লিনটনের জন্য উপহার। সারা পৃথিবীতে আজ বিভিন্ন ধরনের টাই দেখতে পাওয়া যায়। চিকন, মোটা, পাতলা, চামড়া, সিনথেটিক এমনকি রেশমের টাই। প্রতি বছর ফাদার্স ডে বা বাবা দিবসে শুধু আমেরিকাতেই প্রায় ৪.৫ মিলিয়ন টাই বিক্রি হয়।(আরো জানতে এই লিংক গুলিতে ক্লিক করুন ই yournecktieshop/history-of-neckties twilightbridge/hobbies/festivals/father/necktie.htm https://au.answers.yahoo/question/?qid=20070327195533AAQ0maQ theguardian/notesandqueries/query/0,5753,-26841,00.html ties-necktie/ties-history.php abcneckties/necktiehistory.html sunniport/index.php?threads/origin-of-necktie.3399/ চলবে
Posted on: Thu, 11 Dec 2014 13:28:04 +0000

Trending Topics



tbody" style="min-height:30px;">
When you´re on your own, Drowning alone And you need a rope

Recently Viewed Topics




© 2015