টাকার লোভে বিজ্ঞান - TopicsExpress



          

টাকার লোভে বিজ্ঞান বিষয়ের অর্ধেক পরীক্ষা স্থগিত!! স্থবিরতায় ছাত্রছাত্রী, অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার!! গোয়াইনঘাটের ৬নং ফতেহপুর ইউনিয়নের হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ে গতকাল রবিবার এ ঘটনা ঘটে। জানা যায়, বার্ষিক পরীক্ষার ফি, মাসিক বেতন এবং ভর্তি ফি না দেওয়ায় পরীক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের বট প্রশ্ন পত্রের উত্তর পত্র জমা দেওয়ার পর সট প্রশ্নের পরীক্ষা স্থগিত করেছেন দায়িত্বরত শিক্ষকবৃন্দ। টাকার অভাবে বিদ্যালয়ের পাওনা পুরন করতে না পেরে আজ সোমবার অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে পারেনি বলে জানা গেছে। এ বিষয়ে হতদরিদ্র কয়েকজন অভিভাবকের শরণাপন্ন হলে তারা বলেন, বাবারে, আমরা দিনে এনে দিনে খাই এছাড়া চলছে অগ্রায়হন মাস, টাকা খড়ি হাতে নেই তাই ছেলেকে বললাম স্যারদের কে বলবি পাওনা গুলো কয়দিন পরে দিমুনে। কিন্তু, ছেলে তো প্রতিদিন বাড়িতে গিয়ে কাঁদে আর নির্মম ভাষায় বলে স্যাররা শত শত ছাত্রছাত্রীদের সামনে আমাকে প্রচন্ড লজ্জা দেয়, অশালীন ভাষায় গালি গালাজ করে, বাবা আমি আর স্কুলে যাব না বাবা। এভাবে পাওনা পূরণে ব্যর্ত হয়ে সোমবার অনেক ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। তাই নির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি অনতিবিলম্বে অনৈতিক, বেআইনি, অনিয়ম এবং দুর্নীতির পথ রুদ্ধ করে দরিদ্রদের পাশে দাঁড়ান। scan has been!
Posted on: Mon, 15 Dec 2014 17:56:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015