টম ক্রুজ ধ্বংস করলেন - TopicsExpress



          

টম ক্রুজ ধ্বংস করলেন বাঙালি পাইলট এর প্লেন!! কি টাইটেল পড়ে অবাক হচ্ছেন? হওয়ারই কথা। টম ক্রুজ কেন বিমান ধ্বংস করবে? তাও আবার বাঙালি পাইলট এর! আজব তাই না। না আসলে আজব না। টম ক্রুজ আসলেই বাঙালি পাইলট মোস্তফা আজিম আউলাদ এর ধ্বংস করেছেন। তাও একটা না দুটো। টম ক্রুজ এর Edge of Tomorrow সিনেমায় যে দুটো প্লেন ধ্বংসের চিত্র আপনারা দেখতে পাবেন সে দুটো প্লেন এর মালিক কিন্তু এই বাঙালি পাইলট মোস্তফা আজিম আউলাদ। মোস্তফা আজিম আউলাদ এর প্রতিষ্ঠান Imperial Air Salvage টম ক্রুজ এর এই সিনেমার জন্য বিমান সাপ্লাই করেছিলো। এ বিষয়ে মোস্তফা আজিম আউলাদ বলেন- ফিল্ম কোম্পানি ধ্বংস করার জন্য দুটো প্লেন চেয়েছিল তাই আমরা তাদের কয়েকটি বিমান দিয়েছিলাম। তারা এগুলো সব ধ্বংস করে ফেললো। পরে আমরা গিয়ে ধ্বংসাবশেষ কুরিয়ে এনেছি। মোস্তফা আজিম আউলাদ ১৯৯৩ সালে Imperial Air Salvage নামক তার চার্টার কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। হলিউড এর বিভিন্ন মুভিতে তিনি প্লেন সাপ্লাই ও করেন। তিনি অনেক প্রসিদ্ধ মানুষকে নিয়ে আকাশে উড়েছেন। তার মধ্যে আছে জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগ, জনপ্রিয় র্যাপার স্নুপ ডগ সহ আরও অনেকে। জেমস বন্ড সিরিজ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ড্যানিয়েল ক্রেইগকে নিয়ে হেলিকপ্টার চালিয়েছেন মোস্তফা আজিম আউলাদ। এছারাও মোস্তফা আজিম আউলাদ ইংল্যান্ড এর Leicestershire এর Bruntingthorpe Airfield এ একটি Vickers VC10 নামক প্যাসেঞ্জার জেট প্লেনকে সুন্দর একটি রেস্টুরেন্ট এ পরিনত করেছেন। যেখানে সেফ হিসেবে আছে মফু মিয়া। ১১৭ জন একসাথে বসে খেতে পারবে তার এই প্লেন রেস্তোরাঁয়। আপনাদের জানিয়ে রাখি এই মোস্তফা আজিম আউলাদ এর বাড়ি কিন্তু খুলনায়। করনেশন বালিকা বিদ্যালয়ের নিকটেই থাকেন তিনি। বাড়ির ঠিকানা দেওয়াটা মনে হয় দেওয়া ঠিক হবে না তাই দিলাম না। তবে তিনি বছরের বেশিরভাগ সময়ই ইংল্যান্ড এ থাকেন। তিনি সিলেটে ধ্বংস হওয়া বাংলাদেশ বিমান এর F28 বিমানটি বাংলাদেশ বিমান এর কাছে থেকে কিনে নিয়ছেন ঢাকায় একটি প্লেন রেস্তোরা বানানোর জন্য। বর্তমানে খুলনাতেই আছেন। তার বেশ কিছু স্বপ্ন আছে খুলনাকে ঘিরে সেগুলো তিনি পূরণ করতে চান। আপনি নির্দ্বিধায় গর্ব করতে পারেন এই ভদ্রলোককে নিয়ে। জ্বি.. এমন অনেক মানুষ বাংলাদেশকে পর্দার অন্তরালে থেকে তুলে ধরছেন বিশ্বের কাছে। অনেকের ব্যাপারেই আমরা জানি না। স্যালুট সেই সব জানা অজানা মানুষের প্রতি। পোস্ট কার্টেসী–– বলতে চাই ডট নেট উল্লেখ্য, মাসখানেকের মধ্যে Edge of Tomorrow (2014) মুভিটির ব্লুরে রিলিজ হবার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই মুভিটি সমালোচকদের প্রশংসা যেমন কুড়িয়েছে, তেমন সাফল্যও পেয়েছে বক্সঅফিসে। বর্তমানে IMDb তে প্রায় ১ লাখ ভোটে মুভিটির রেটিং ৮.১/১০ এবং রটেন টমেতোতে ফ্রেশনেস ৯০%!! কান্ট ওয়েট অ্যানিমোর!!
Posted on: Fri, 08 Aug 2014 13:16:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015