টুভালু (Tuvalu ): প্রশান্ত - TopicsExpress



          

টুভালু (Tuvalu ): প্রশান্ত মহাসাগরে ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট এই টুভালু। এর প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আছে ফিজি, নাউরু এবং ভানুয়াতু। ১৯৭৮ সালে এরা স্বাধীন হল। তার আগে এর নাম ছিল এলিস দ্বীপ। আমাদের দেশের একটি গ্রামের মতো হবে এর আয়তন। এটি রানী দ্বিতীয় এলিজাবেথের একটি সাংবিধানিক রাজ্য এবং বর্তমানে তিনি সেখানকার রানী । এদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। প্রতিরক্ষা খাতে এরা কোনো ব্যয় করে না। টুভালু পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ। এই দেশটিতে প্রথম যারা বাস করত তাদের বলা হয় পলিনেশিয়ান পিপল। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সবচেয়ে কম। পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের ফলে যে সব দেশ ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বাংলাদেশ এবং টুভালু অন্যতম। তাপমাত্র বেড়ে যাওয়ার কারণে সাগরের পানির উচ্চতা বেড়ে গিয়ে ঘনঘন বন্যা, জলোচ্ছ্বাস হয়ে থাকে এসব দেশে। এদের লোক সংখ্যা ১৩ হাজার। দেশটির আয়তন ১০ বর্গমাইল এবং রাজধানীর নাম ফুনাফুতি।
Posted on: Sat, 05 Oct 2013 12:41:55 +0000

Trending Topics



versation? 2 months ago I

Recently Viewed Topics




© 2015