ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং - TopicsExpress



          

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা : ১। HSC বিজ্ঞান বিভাগের গণিত , পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান সহ বাংলা , ইংলিশ, অর্থনীতি , ইতিহাস , পৌরনীতি পড়তে হয় । ২ । অনার্সের কিছু গণিত , পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান পড়তে হয় ৩।ব্যবসায় বিভাগের হিসাব বিজ্ঞান, Business Organization , Business Communication , ব্যবসায় উদ্যোগ , Management . পড়তে হয় ৪। পরিবেশ বিজ্ঞান , শারীরিক শিক্ষা পড়তে হয় ৫। ৩৫থেকে ৫০টি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে হয় ৬। ছয় মাসের Industrial Training ৭।হাতে কলমে শিক্ষা , অসংখ্য ব্যাবহারিক ৮। চার বছরে প্রায় ১০,০০০ মার্কের পরীক্ষা দিতে হয় । ৯। পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে হয় শুধুমাত্র বোর্ড ফাইনাল পরীক্ষার বড় প্রশ্নের একটা অতিরিক্ত প্রশ্ন মাঝে মাঝে থাকে। ১০।পাশ মার্ক ৪০% ১১। সেশনাল ও বোর্ড ফাইনাল পরীক্ষায় আলাদা পাশ করতে হয় ১২।প্রতি সাবজেক্টে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট , মিড সেমিস্টার পরীক্ষা , মৌখিক পরীক্ষা , সেমিস্টার বোর্ড ফাইনাল পরীক্ষা থাকে । ১৩। ৬০-৭০% ক্লাসে উপস্থিতি না থাকলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না
Posted on: Wed, 02 Oct 2013 02:57:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015