ডিবোর্স ========== writer: একটি - TopicsExpress



          

ডিবোর্স ========== writer: একটি নিরব ছেলে। এই খোপাটা একটু বেধে দিবেন? আমি বেধে দিব? হুমম, আপনি। দিন না প্লিজ। ওকে দিচ্ছি বাহ, এত মিস্টি গন্ধ মেয়েদের চুলে? আগে কখনও এমন গন্ধ পাইনি তো। সেদিন রীতার খোপা বাধতে গিয়ে একটা কবিতাও লিখেছিলাম। সদ্য বিয়ে হয়েছে মেয়েটার সাথে। আগে কখন দেখা বা কথা হয় নি। তাই এখনও আপনি আপনি করেই বলে। সেদিন দেখলাম এলোমেলো চুল নিয়ে বেলকনিতে দাড়িয়ে। একটু কাছে যেতেই কুঝলাম রাতের আকাশের চাঁদ দেখছে। বোধহয় এটাই তার প্রিয় জিনিস। সেদিন রীতাকে দেখে প্রথম বারের মত অবাক হয়েছিলাম। খুব মায়াবি চেহেরা। চিন্তার একটি স্পষ্ট চাপ। আর কাজলে আকা চোখ দুটি। লম্বা দড়ির মত বেয়ে যাওয়া চুল গুলো। খুব সুন্দর লাগছে গোলাপি শাড়িতে। গোলাপিই তার প্রিয় রং। তার সাথে আমার কোনো পূর্ব পরিচয় ছিল না। সদ্য মাস্টার্স শেষ করে একটি প্রাইভেট ব্যাংকে চাকরি নিলাম। তখন থেকেই মা শুরু করলেন বিয়ে কর, বিয়ে কর। অগত্য অনিচ্ছা সত্বেও রাজি হলাম। পরের দিনই ঠিক হল উনার বান্ধবীর মেয়েকে দেখতে যাব। গেলাম এবং রিতাকে দেখলাম। খুব ভাল লাগল এবং সম্মতি দিলাম। সেদিনের মত সব ছুকে গেল। পরের দিন সকাল হতে না হতে কল। …হ্যালো ইমন বলছেন? …জি। কে?? …রিতা। …ওহ। কেমন আছেন? …ভাল। আপনি আজ একটু আমার সাথে দেখা করেন প্লিজ। …ওকে কোথায়? …পার্কে।১১টা বাজে … ঠিক আছে। ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম। খুব এক্সাইটেড ছিলাম। হবু বউয়ের সাথে প্রথম দেখা। যা হবার তা ই হল। লাজুক ভঙ্গিতে বসে আছি। একটু পর রিতা এল। !…কেমন আছেন …জি ভাল। কিছু গুরুত্বপূর্ন কথা আছে। … জি বলুন। …আমি আপনাকে বিয়ে করতে পারব না। … কেন জানতে পারি? …আমি একজনকে খুব ভালবাসি। … ওহ। …আপনাকে একটা উপকার করতে হবে। …কি উপকার? … দেখেন আসলে রাজীব এখনও চাকরি পাইনি। সে কিছুদিনের মধ্যে চাকরি পাবে। …তো? …আমাকে একটু স্হান দিতে হবে। … ওহ। ওকে দেখি …প্লিজ প্লিজ আমার জন্য এইটুকু করবেন না? …অবশ্যই। কেন নয়? চেস্টার কোনো ত্রুটি থাকবে না। আপনি যান আমি আছি। চিন্তা করবেন না। …ধন্যবাদ। শূন্য হৃদয়টা একলাই রাজত্ব করতে চাই সবসময়। কেউ আসবে শুনলেই কেমন পায়চারি শুরু করে দেয় তাকে দুরে টেলে দেয়ার জন্য। সময়মতই আমাদের বিয়ে টা হয়ে যায়। এবং কথামত রিতা আমাদের বাড়িতে মিথ্যা বউ হয়ে থাকবে। আজ এক বছর হয়ে গেল রিতার সাথে বিয়ে হয়েছে। এতদিনে তাকে এত ভালবেসে ফেলব ভাবতে পারিনি। গতকাল রাতে অফিস থেকে এসেই রুমে শুয়ে রইলাম। হঠাৎ রিতা এসে বলল … এই জানেন , একটা গুড নিউজ আছে। …কি নিউজ? … রাজীব চাকরি পেয়েগেছে। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হচ্ছে আমি আস্তে আস্তে নিচে অনেক নিচে চলে যাচ্ছি। রিতা কথাটা বলে চলে যাচ্ছে। এমন সময় হৃদয়ের সব শক্তি দিয়ে থাকে ডাক দিলাম। …আমি তোমাকে ভালবাসি রিতা। রিতা পিছনে তাকিয়ে হা করে তাকিয়ে আছে। কিছু না বলেই চলে গেল সে। সকালে উঠেই দেখি আমি বেলকনিতে ইজি চেয়ারে শুয়ে আছি। রাতে আর রুমে যাওয়া হয়নি। উঠতে যাব এমন সময় কি যেন নিচে পড়ে গেল। দেখলাম ডিবোর্স পেপার। সাথে রিতার স্বাক্ষর। সাথে সাথে বুকের বাম পাশটা চিন চিনে ব্যাথা হল। সত্যিই রিতা আমাকে ছেড়ে চলে গেছে? ইজি চেয়ার থেকে উঠতে চাইছেনা মন। ইচ্ছা করছে জনম জনম এই চেয়ারে বসে থাকি। হঠাৎ কলিং বেলের শব্দ। এই দুপুর বেলায় কে এল? দুরজা খুলকে ইমন দেখে কাজল কালো চোখে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সেই পরিচিত চাহনি, মায়াবী চেহেরা। কতক্ষণ অপলক দৃষ্টিতে চেয়েছিল সে খেয়াল নেই। হঠাৎ একটা ডাকে তার ঘোর কাটে। … খোপাটা বেধে দেবে? … তুমি …হুমম।দেখ না খোপাটা আবার খুলে গেছে। … ওহ। আচ্ছা আমি দিচ্ছি। তুমি রাজীবের কাছে যাওনি? … না। রাজীব নামের কেউ থাকলেতো যাব। …মানে? … ভালবাসার পরীক্ষা। সত্যিই তুমি কি আমায় ভালবাস? তার প্রমানের জন্য এ ব্যবস্হা। অতপর দুজন দুজনেই ভালবাসার ফুল বাগানে ফুল ফুটালো।
Posted on: Tue, 27 Jan 2015 16:59:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015