ডাঃ ম্যাক্সওয়েল মাল্টজ - TopicsExpress



          

ডাঃ ম্যাক্সওয়েল মাল্টজ আমেরিকার একজন বিখ্যাত চিকিৎসক। তিনি সাইকো সারবেনেটিক্স তথা আত্ম -উন্নয়নের মনস্তত্বের ওপর একজন বিশেষজ্ঞ। তার বিখ্যাত Psycho cybernetics বইতে তিনি বলেছেন ‚ আত্মবিশ্বাস বাড়াতে গেলে প্রত্যেক লোককে তার নিজের সম্পর্কে কল্পিত ভাবমূর্তি তৈরি করতে হবে। যেমন আপনি নিজে যা সেটা তো আছেন। ভেতরের সেই আমিটাকে নিয়ে যদি সন্তুষ্ট থাকেন তাহলে মিটেই গেলো। কিন্তু আপনি কি হতে চান ‚কোথায় পৌঁছুতে চান ‚নিজের কেমন ভাবমূর্তি তৈরি করতে চান ইত্যাদি এই সবকিছুই একজন দহ্ম শিল্পীর মত কল্পনায় তৈরি করে নিতে হবে। তারপর নিজেকে সেই কল্পিত আদর্শ ভাবমূর্তির স্তরে নিয়ে যেতে হবে। ডাঃ মাল্টজ বলেছেন - No matter what the situation is ‚yes you can prepare for it before & by means of imagining yourself & your prospect face to face while he is raising objections & creating problems & you are handling them properly. *********মনোবল বাড়াতে********** ********মেডিটেশন করুন***********
Posted on: Sun, 24 Nov 2013 09:17:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015